পরের বছর অরেঞ্জ ক্যাপ জেতেন ম্যাথু হেডেন (Matthew Hayden Orange cap 2009)। পাঁচটি অর্ধশত রান করেন তিনি। মোট রান ছিল ৫৭২। তৃতীয় সংস্করণে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Orange cap 2010) জেতেন অরেঞ্জ ক্যাপ। মোট ৬১৮ রান করেন মাস্টার ব্লাস্টার। চতুর্থ সংস্করণে অরেঞ্জ ক্যাপ মালিক হন ক্রিস গেইল (Chris Gayle Orange cap 2011)। মোট ৬০৮ রান করেন তিনি। পরের বছর আবার এই পুরস্কার যায় ক্রিস গেইলের দখলে (Chris Gayle Orange cap 2012)। আরসিবি হয়ে ৭৩৩ রান করেন তিনি।
advertisement
এর পরের বছর এই পুরস্কার ছিনিয়ে নেন মাইকেল হাসি ( Michael Hussey Orange cap 2013)। চেন্নাইয়ের হয়ে ৭৩৩ রান করেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে কেকেআরের জার্সিতে পরের বছর অরেঞ্জ ক্যাপ এর মালিক হন রবিন উথাপ্পা (Robin uthappa Orange cap 2014) । ৬৬০ রান করেন তিনি। চ্যাম্পিয়ন হয় কেকেআর। পরের বার ডেভিড ওয়ার্নার জিতে নেন এই পুরস্কার (David Warner Orange cap 2015)। সানরাইজার্স দলের হয়ে ৫৬২ রান করেন তিনি।
২০১৬ সালে সবাইকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়েন বিরাট কোহলি। আরসিবি জার্সিতে চারটে সেঞ্চুরি সহ ৯৭৩ রান করেন তিনি (Virat Kohli Orange cap 2016)। এটাই আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড একটি মরসুমে। পরের বছর আবার অরেঞ্জ ক্যাপ জেতেন ডেভিড ওয়ার্নার (David Warner Orange cap 2017)। মোট ৬৪১ রান করেন তিনি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবার মালিক হন অরেঞ্জ ক্যাপের ( Kane Williamson Orange cap 2018)। মোট ৭৩৫ রান করেন তিনি সানরাইজার্স হায়দারাবাদ জার্সিতে।
পরের বছর আবার ডেভিড ওয়ার্নার। সর্বোচ্চ তৃতীয়বার অরেঞ্জ ক্যাপ দখল করেন তিনি। ( David Warner Orange cap 2019)। মোট ৬৯২ রান করেন এই ওপেনার। পরের বছর কে এল রাহুল অরেঞ্জ ক্যাপের মালিক। (KL Rahul Orange cap 2020)। পঞ্জাবের জার্সিতে মোট ৬৭০ রান করেন তিনি। সর্বশেষ সংস্করণে অরেঞ্জ ক্যাপ জেতেন ঋতুরাজ গায়কোয়াড়। (Ruturaj Gaikwad Orange cap 2021)। চেন্নাইয়ের জার্সিতে ৬৩৫ রান করেন তিনি।