Gavaskar on Rohit Sharma captaincy : অধিনায়ক হিসেবে রোহিত শর্মার খুঁত খুঁজে পাওয়া যাবে না, বলছেন সুনীল গাভাসকার

Last Updated:

Rohit Sharma gets 9 out of 10 as Test captain in Mohali says Sunil Gavaskar.অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার। রোহিত বোলারদের ছোট ছোট স্পেল বল করাতে ভালোবাসেন। তাছাড়া ফিল্ডারদের একেবারে নিখুঁত পজিশনে দাঁড় করাচ্ছেন।

অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার
অধিনায়ক রোহিতের মস্তিষ্কে মুগ্ধ গাভাসকার
সানি মনে করেন বিরাট কোহলি অধিনায়ক হিসেবে যে জায়গায় দলকে রেখে গিয়েছিলেন, সেখান থেকে রোহিত শর্মা সঠিক ব্যক্তি দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। মোহালির মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন হয়নি ভারতের। প্রথম ইনিংসে রোহিত তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে সুযোগ পেলে কি করতেন, বলা যায় না। তবে বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো, সব ক্ষেত্রেই নিজের বুদ্ধির পরিচয় দিয়েছেন হিটম্যান।
advertisement
advertisement
গাভাসকার বলছেন বিরাট অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ভারতকে গর্বিত করে গিয়েছে। ঈর্ষা করার মতো পরিসংখ্যান। কিন্তু রোহিত বোলারদের ছোট ছোট স্পেল বল করাতে ভালোবাসেন। তাছাড়া ফিল্ডারদের একেবারে নিখুঁত পজিশনে দাঁড় করাচ্ছেন। ক্যাচ যেন একেবারে হাতে এসে জমা পড়ছে। তাছাড়া গতকাল যেভাবে গোটা দল রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলিকে গার্ড অফ অনার দিয়েছিল, তার প্রশংসা করেন গাভাসকার।
advertisement
রোহিত শর্মা ড্রেসিংরুমের পরিবেশ নিজের কন্ট্রোলে রাখবেন মনে করেন গাভাসকার। বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার কোন দূরত্ব নেই, এটা দেখে খুশি গাভাসকার। বরং একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা অতীতের মতই আছে সেটা পরিষ্কার। একটা সফল দল গড়ে তুলতে গেলে সবার আগে ড্রেসিংরুমে পরিবেশ ভাল হতে হয়।
রোহিত শর্মার জমানায় পরিবেশ শান্ত মনে করেন গাভাসকার। এমনটাই হওয়া উচিত বলছেন তিনি। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। রোহিতের ভারত গতবারের লজ্জা ভুলিয়ে দেবে নিশ্চিত গাভাসকার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Rohit Sharma captaincy : অধিনায়ক হিসেবে রোহিত শর্মার খুঁত খুঁজে পাওয়া যাবে না, বলছেন সুনীল গাভাসকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement