Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

Last Updated:

Ravichandran Ashwin surpassed Kapil Dev with 435 test wickets against Sri Lanka. কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী

#মোহালি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার যখন ঘরের মাঠের টেস্ট সিরিজ খেলেছিল ভারত, তখনই বোঝা গিয়েছিল কিংবদন্তি কপিল দেবের রেকর্ড খুব বেশিদিন সুরক্ষিত নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্য ছিল না বলেই অপেক্ষা করতে হল রবি অশ্বিনকে। না হলে আরো আগেই তিনি এই রেকর্ড স্পর্শ করতে পারতেন। কপিল ১৩১ টেস্ট খেলে ৪৩৪ উইকেট নেন। সে সময় তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী।
জীবনের ৮৫ তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। রবিবার মোহালিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে পাথুম নিশাঙ্কাকে (৬) সাজঘরে ফিরিয়েই কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেট স্পর্শ করেন অশ্বিন। পরে চরিথ আশালঙ্কাকে (২০) আউট করে ৪৩৫তম টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির জায়গাও নিয়ে নিলেন তামিলনাড়ুর অফ স্পিনার।
advertisement
advertisement
বিশ্বরেকর্ডের বর্তমান মালিক মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার অফস্পিনারের দখলে রয়েছে ৮০০ টেস্ট উইকেট। আর ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অনিল কুম্বলের দখলে ৬১৯ টি উইকেট। অশ্বিন এখন বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ভারতের দ্বিতীয়। বিশ্বে তাঁর আগে অষ্টম স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের ঝুলিতে টেস্ট উইকেট সংখ্যা ৪৩৯। তাঁকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই ছাড়িয়ে যেতে পারেন অশ্বিন।
advertisement
ভারতের মাটিতে অশ্বিন পুরনো বলের পাশাপাশি, নতুন বলেও উইকেট নিতে দক্ষ। লুপ, ফ্লাইট, দুসরা, ক্যারম বল ব্যবহার করলেন বুদ্ধি করে। হাওয়ায় বলের গতি নিয়ন্ত্রণ করলেন। ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে ছেলেখেলা করলেন। মনে রাখতে হবে শুধু তাই নয়।
মোহালিতে ব্যাট হাতেও অর্ধশত রান করেছেন অশ্বিন। হয়তো লিমিটেড ওভার ক্রিকেটে তার ভবিষ্যত আর নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে জেতার ক্ষেত্রে রবি অশ্বিন এখনও ভারতের অন্যতম সেরা বাজি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin breaks Kapil Dev record : কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement