Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রবিবার নিউজিল্যান্ডে বিশ্বকাপের আসর জমজমাট৷ ভারত বনাম পাকিস্তান ( (IND W vs PAK W)) বিশ্বকাপের (Women's Cricket World Cup 2022) প্রথম ম্যাচে ভারত জিতল ১০৭ রানে৷
ভারতীয় মহিলা দল - ২৪৪ /৭
পাকিস্তান মহিলা দল - ১৩৭
#মাউন্ট মাউনগুনাই: রবিবার সাত সকালে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ধুন্ধুমার৷ পুরুষদের ক্রিকেট হক বা মহিলাদের ক্রিকেট (Women's Cricket World Cup 2022) , আজ অবধি পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে কখনও পাকিস্তানের কাছে হারেনি ভারত আর এদিনও সেই ধারাই অব্যহত রাখত মিতালি রাজ এন্ড কোং৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই দাপট ধরে রেখে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ওমেন ইন ব্লু৷ এদিন ভারত বনাম পাকিস্তান ( (IND W vs PAK W)) বিশ্বকাপের (Women's Cricket World Cup 2022) প্রথম ম্যাচে ভারত জিতল ১০৭ রানে৷ এদিন ৪৩ ওভারে ১০ উইকেট খুইয়ে পাকিস্তান ১৩৭ রান করতে পারে৷
advertisement
advertisement
এদিন জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ছিল ২৪৫ ৷ বল হাতে ম্যাচের একটা সময় দাপট দেখালেও ব্যাট হাতে একটা সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেনি পাকিস্তান৷ বল হাতে সফলতম রাজেশ্বরী গায়কোয়াড়৷ তাছাড়া ঝুলন গোস্বামী, স্নেহ রানা ২ টি করে উইকেট নেন৷
Four wickets for Rajeshwari Gayakwad as Sidra Nawaz goes for 12.
Nawaz goes for the sweep but couldn't connect, the ball crashes into her pads and the umpire raises his finger. Pakistan 113/8 after 36 overs. Live - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/IUTrpLpJgD — BCCI Women (@BCCIWomen) March 6, 2022
advertisement
এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার সিদরা আমিনের৷ তিনি ৩০ রান করে ঝুলন গোস্বামীর শিকার৷ তাছাড়া অনেকেই দু অঙ্কের রান করলেও ২০ কোটাও পেরোতে পারেননি৷
That's WICKET No.2 for Rajeshwari Gayakwad as Aliya Riaz is stumped for 11.
Live - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/sA5mV5S6CV — BCCI Women (@BCCIWomen) March 6, 2022
advertisement
That's WICKET No.2 for Rajeshwari Gayakwad as Aliya Riaz is stumped for 11.
Live - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/sA5mV5S6CV — BCCI Women (@BCCIWomen) March 6, 2022
পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে এদিন ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ, তরুণ আলিয়া রাজ, ফতিমা সানারাও৷
advertisement
ফলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বধ করে এবারে মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল৷
মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's Cricket World Cup 2022) মুখোমুখি ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দল (IND W vs PAK W)৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে শুরুটা মন্দ হয়নি ভারতীয় মহিলা দলের৷ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ৷
advertisement
ওপেন করতে নেমে চাপের ম্যাচে শুরুটা ভালই করেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) ৷ কিন্তু মারকুটে শেফালি ভর্মা চাপের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমেই ফ্লপ৷ তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তারপর দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন স্মৃতি মন্ধানা৷ তাঁদের জুটিতে ওঠে ৯২ রান ৷ স্মৃতি ৫২ রান করেন ও দীপ্তি ৪০ রান করেন৷
advertisement
ODI fifty number 2⃣1⃣ for Smriti Mandhana!
She has steadied the Indian innings after losing her opening partner early on 👏#CWC22 pic.twitter.com/wadVxO3g24 — ICC Cricket World Cup (@cricketworldcup) March 6, 2022
কিন্তু এরপর ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ ও হরমনপ্রীত কউর৷ দুজনেই ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য ব্যাট ৷ ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের বিশ্বকাপের ম্যাচে মিতালি ৯ ও হরমনপ্রীত ৫ রান করেন৷ ফ্লপ বাংলার রিচা ঘোষও তিনি ১ রান করেন৷ এই সময় ম্যাচের ওপর চেপে বসেছিল পাকিস্তান মহিলা দল৷
আরও পড়ুন - Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন
কিন্তু সপ্তম উইকেট জুটিতে স্নেহা রানা ও পূজা ভাৎসাকর জুটিতে ১০০ রান তুলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতকে ম্যাচে ফেরান৷ স্নেহ ও পূজা দুজনেই অর্ধশতরান পূরণ করেন৷ স্নেহ ৪৮ বলে ৫৩ রান করেন৷ অন্যদিকে পূজা ৫৯ বলে ৬৭ রান করেন৷ স্নেহ-র এটা বিশ্বকাপে প্রথম ম্যাচ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই ধরণের পারফরম্যান্সে সকলেরনজর কাড়লেন তিনি৷
.@Vastrakarp25 departs after a brilliant innings of 67 off 59 deliveries.
Live - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/QlEecBb9Mu — BCCI Women (@BCCIWomen) March 6, 2022
Pooja Vastrakar brings up a brilliant 50 on her World Cup debut! 👏
Can she take India past 250?#CWC22 pic.twitter.com/1sHjZeaNgt — ICC Cricket World Cup (@cricketworldcup) March 6, 2022
সকলের সহযোগিতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করেন তাঁরা৷ এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হয়ে নিদা দার, নাসরা সান্ধু ২ টি করে উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 1:16 PM IST