Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

Last Updated:
Shane Warne Passes Away: চলে গেলেন শেন ওয়ার্ন রেখে গেলেন জীবনের অসংখ্য রঙিন ও বিতর্কিত দিন-রাত৷
1/8
শেন ওয়ার্ন (Shane Warne Controversy) নামটা মানেই শিরোনাম৷ বিশ্ব কাঁপানো স্পিন জাদুর পাশাপাশি বারেবারে বিতর্কে কাঁপিয়েছেন ৷ কখনও অসংখ্য নারী সঙ্গ, কখনও অশ্লীল মেসেজ পাঠানো , কখনও ড্রাগ বিতর্ক, বিবাহ বিচ্ছেদ, নিত্য নতুন গার্লফ্রেন্ড সবকিছু নিয়েই তিনি ভীষণ রঙিন৷ চলে যাওয়াটাও হল হঠাৎ ৷ শেন ওয়ার্ন মারা গেলেন মাত্র ৫২ বছর বয়সে৷ সকালেও সুস্থ থাকলেও হঠাৎ করে হার্টঅ্যাটাক হয় তাঁর৷ শেন ওয়ার্নের মৃত্যুতে ফিরে দেখা রঙিন চরিত্রের শেন ওয়ার্নকে৷  Photo- Collected
শেন ওয়ার্ন (Shane Warne Controversy) নামটা মানেই শিরোনাম৷ বিশ্ব কাঁপানো স্পিন জাদুর পাশাপাশি বারেবারে বিতর্কে কাঁপিয়েছেন ৷ কখনও অসংখ্য নারী সঙ্গ, কখনও অশ্লীল মেসেজ পাঠানো , কখনও ড্রাগ বিতর্ক, বিবাহ বিচ্ছেদ, নিত্য নতুন গার্লফ্রেন্ড সবকিছু নিয়েই তিনি ভীষণ রঙিন৷ চলে যাওয়াটাও হল হঠাৎ ৷ শেন ওয়ার্ন মারা গেলেন মাত্র ৫২ বছর বয়সে৷ সকালেও সুস্থ থাকলেও হঠাৎ করে হার্টঅ্যাটাক হয় তাঁর৷ শেন ওয়ার্নের মৃত্যুতে ফিরে দেখা রঙিন চরিত্রের শেন ওয়ার্নকে৷ Photo- Collected
advertisement
2/8
(Shane Warne) নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৭০৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিন স্টার৷ তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তাঁর আগে শুধু রয়েছেন মুথাইয়া মুরলীধরণ৷ তবে ১৯৯৩ সালে ৫ টেস্টে ২৯ উইকেট নিয়েছিলেন৷ ১৯৯৩ সালে অ্যাশেজ টেস্টে প্রথম ওভারে ওয়ার্ন (Shane Warne) পিচের সাহায্য নিয়ে মাইক গ্যাটিংয়ের উইকেট নেন৷ যা বল অফ দ্য সেঞ্চুরি  (Ball of the century) নামে বিখ্যাত৷  Photo- Collected
(Shane Warne) নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৭০৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিন স্টার৷ তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তাঁর আগে শুধু রয়েছেন মুথাইয়া মুরলীধরণ৷ তবে ১৯৯৩ সালে ৫ টেস্টে ২৯ উইকেট নিয়েছিলেন৷ ১৯৯৩ সালে অ্যাশেজ টেস্টে প্রথম ওভারে ওয়ার্ন (Shane Warne) পিচের সাহায্য নিয়ে মাইক গ্যাটিংয়ের উইকেট নেন৷ যা বল অফ দ্য সেঞ্চুরি (Ball of the century) নামে বিখ্যাত৷ Photo- Collected
advertisement
3/8
Shane Warne and woman- প্রথমবার ২০০০ সালে তাঁর বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে৷ তিনি ছিলেন একজন নার্স৷ এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলা শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ করেছেন৷  Photo- Collected
Shane Warne and woman- প্রথমবার ২০০০ সালে তাঁর বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে৷ তিনি ছিলেন একজন নার্স৷ এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলা শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ করেছেন৷ Photo- Collected
advertisement
4/8
শুধু তাই নয়, একাধিক নারীসঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে একাধিকবার উঠেছে৷ তবে ২০০৩ সালে তাঁর সমস্ত সম্মান ধুলোয় মিশে যায় যখন একসঙ্গে তিন মহিলা তাঁর সঙ্গে যৌন সংসর্গের কথা প্রকাশ্যে জানিয়ে দেন৷ Photo- Collected
শুধু তাই নয়, একাধিক নারীসঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে একাধিকবার উঠেছে৷ তবে ২০০৩ সালে তাঁর সমস্ত সম্মান ধুলোয় মিশে যায় যখন একসঙ্গে তিন মহিলা তাঁর সঙ্গে যৌন সংসর্গের কথা প্রকাশ্যে জানিয়ে দেন৷ Photo- Collected
advertisement
5/8
শেন ওয়ার্নের সঙ্গে তাঁর স্ত্রী সিমোনে চালান বিবাহ বিচ্ছেদ করে নেন৷ সেই সময় হলিউড স্টার এলিজাবেথ হার্লি -র সঙ্গে গোপন শারীরিক সম্পর্কের কথাও সামনে চলে আসে৷  Photo- Collected
শেন ওয়ার্নের সঙ্গে তাঁর স্ত্রী সিমোনে চালান বিবাহ বিচ্ছেদ করে নেন৷ সেই সময় হলিউড স্টার এলিজাবেথ হার্লি -র সঙ্গে গোপন শারীরিক সম্পর্কের কথাও সামনে চলে আসে৷ Photo- Collected
advertisement
6/8
এরপরেও তিনি থামেননি৷ ২০০৬ সালে একসঙ্গে তিন মহিলার সঙ্গে অবাধ যৌনমিলনের ছবি প্রকাশ্যে চলে আসে৷ ব্রিটিশ ট্যাবলয়েডে সেই ছবি ছাপাও হয়৷  Photo- Collected
এরপরেও তিনি থামেননি৷ ২০০৬ সালে একসঙ্গে তিন মহিলার সঙ্গে অবাধ যৌনমিলনের ছবি প্রকাশ্যে চলে আসে৷ ব্রিটিশ ট্যাবলয়েডে সেই ছবি ছাপাও হয়৷ Photo- Collected
advertisement
7/8
এরপরেও ২০১৫ সালেও তিনি সন্তানের মা, ও এক সিঙ্গল ওমেনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড নেন৷ তিনি আবার সেই কথা একটি মহিলা ম্যাগাজিনে পাবলিক করে দেন৷ Photo- Collected
এরপরেও ২০১৫ সালেও তিনি সন্তানের মা, ও এক সিঙ্গল ওমেনের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড নেন৷ তিনি আবার সেই কথা একটি মহিলা ম্যাগাজিনে পাবলিক করে দেন৷ Photo- Collected
advertisement
8/8
Shane Warne Drug case- এছাড়াও ড্রাগ নেওয়ার জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন৷ ড্রাগ টেস্টে শেন ওয়ার্নের মূত্রে নিষিদ্ধ ড্রাগের নমুনা পান৷  Photo- Collected
Shane Warne Drug case- এছাড়াও ড্রাগ নেওয়ার জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন৷ ড্রাগ টেস্টে শেন ওয়ার্নের মূত্রে নিষিদ্ধ ড্রাগের নমুনা পান৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement