Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shane Warne Passes Away: চলে গেলেন শেন ওয়ার্ন রেখে গেলেন জীবনের অসংখ্য রঙিন ও বিতর্কিত দিন-রাত৷
শেন ওয়ার্ন (Shane Warne Controversy) নামটা মানেই শিরোনাম৷ বিশ্ব কাঁপানো স্পিন জাদুর পাশাপাশি বারেবারে বিতর্কে কাঁপিয়েছেন ৷ কখনও অসংখ্য নারী সঙ্গ, কখনও অশ্লীল মেসেজ পাঠানো , কখনও ড্রাগ বিতর্ক, বিবাহ বিচ্ছেদ, নিত্য নতুন গার্লফ্রেন্ড সবকিছু নিয়েই তিনি ভীষণ রঙিন৷ চলে যাওয়াটাও হল হঠাৎ ৷ শেন ওয়ার্ন মারা গেলেন মাত্র ৫২ বছর বয়সে৷ সকালেও সুস্থ থাকলেও হঠাৎ করে হার্টঅ্যাটাক হয় তাঁর৷ শেন ওয়ার্নের মৃত্যুতে ফিরে দেখা রঙিন চরিত্রের শেন ওয়ার্নকে৷ Photo- Collected
advertisement
(Shane Warne) নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৭০৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিন স্টার৷ তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তাঁর আগে শুধু রয়েছেন মুথাইয়া মুরলীধরণ৷ তবে ১৯৯৩ সালে ৫ টেস্টে ২৯ উইকেট নিয়েছিলেন৷ ১৯৯৩ সালে অ্যাশেজ টেস্টে প্রথম ওভারে ওয়ার্ন (Shane Warne) পিচের সাহায্য নিয়ে মাইক গ্যাটিংয়ের উইকেট নেন৷ যা বল অফ দ্য সেঞ্চুরি (Ball of the century) নামে বিখ্যাত৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement