Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷
#ব্যাঙ্কক: শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷ Photo- AFP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ভিলা নিজেদের ওয়েবসাইটে নিজেদের প্রপার্টি সম্পর্কে লিখেছে “the perfect place for friends and family to gather and have a great time” and promises guests an “unparalleled luxury experience”. অর্থাৎ বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানোর দারুণ সময়, সমস্ত গেস্টকে আমরা অতুলনীয় লাক্সারি অনুভূতি দিতে দায়বদ্ধ৷ ১৬০০ স্কোয়ার মিটার অবধি স্পেস রয়েছে ভিলাগুলিতে,যার মধ্য প্রতি রুমে কিং বেড এবং পুলের ধারে সানি সাইড বেড রয়েছে৷ Photo Courtesy -Instagram/Collected