Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের

Last Updated:
শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷
1/9
#ব্যাঙ্কক: শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷ Photo- AFP
#ব্যাঙ্কক: শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডের সামুজানা ভিলায় যা কোহ সামুই দ্বীপে রয়েছে৷ এই ট্রিপের ২৪ ঘণ্টা আগে এয়ারপোর্টে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন স্পিন উইজার্ড৷ কিন্তু স্পিন ম্যাজিশিয়ান জানতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যে তাঁর জীবনে চরম যবনিকা পাত (Shane Warne Passes Away) হতে চলেছে৷ Photo- AFP
advertisement
2/9
যে অপূর্ব লাক্সারি ভিলায় শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে গেমস রুম , ইনফিনিটি পুল, থাইল্যান্ডের প্রকৃতির উদাত্ত সৌন্দর্য্য সবকিছুই ছিল৷ Photo Courtesy -Instagram/Collected
যে অপূর্ব লাক্সারি ভিলায় শেন ওয়ার্ন (Shane Warne) বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে গেমস রুম , ইনফিনিটি পুল, থাইল্যান্ডের প্রকৃতির উদাত্ত সৌন্দর্য্য সবকিছুই ছিল৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
3/9
প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রতিদিন ৭৬ হাজার টাকারও বেশি৷ কিন্তু এই বিলাসবহুল ভিলার একতলার মাটিতে পড়ে থাকা অবস্থায় অসহায় মৃত্যু শেন ওয়ার্নের (Shane Warne Passes Away)৷ Photo Courtesy -Shane Warne/ Instagram Story
প্রতি রাতের ভাড়া ১০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রতিদিন ৭৬ হাজার টাকারও বেশি৷ কিন্তু এই বিলাসবহুল ভিলার একতলার মাটিতে পড়ে থাকা অবস্থায় অসহায় মৃত্যু শেন ওয়ার্নের (Shane Warne Passes Away)৷ Photo Courtesy -Shane Warne/ Instagram Story
advertisement
4/9
শেন ওয়ার্ন নিজের চার বন্ধুর সঙ্গে এই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন৷ এটা থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ৷ দ্বীপের উত্তর পশ্চিম দিকে নিভৃতে এই ভিলা৷ Photo Courtesy -Instagram/Collected
শেন ওয়ার্ন নিজের চার বন্ধুর সঙ্গে এই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন৷ এটা থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ৷ দ্বীপের উত্তর পশ্চিম দিকে নিভৃতে এই ভিলা৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
5/9
চারপাশে পরিষ্কার নীল জলরাশি, বালুকা, সামুজানা একেবারে ছুটি কাটানোর পারফেক্ট লোকেশন৷ চিয়ং মন এলাকার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসর্ট৷ একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় রয়েছে এই রিসর্টের৷ Photo Courtesy -Instagram/Collected
চারপাশে পরিষ্কার নীল জলরাশি, বালুকা, সামুজানা একেবারে ছুটি কাটানোর পারফেক্ট লোকেশন৷ চিয়ং মন এলাকার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসর্ট৷ একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় রয়েছে এই রিসর্টের৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
6/9
এই ভিলার ভাড়ার ১০০০ ডলার প্রতি রাত থেকে ৪০০০ ডলার প্রতি রাত এর মধ্য ঘোরাফেরা করে৷ ওয়ার্ন ও তাঁর বন্ধুদের প্রাইভেট বিচ এবং সামুইয়ের অবিরাম দৃশ্য উপভোগ করার দিকটি দেওয়া হয়৷ Photo Courtesy -Instagram/Collected
এই ভিলার ভাড়ার ১০০০ ডলার প্রতি রাত থেকে ৪০০০ ডলার প্রতি রাত এর মধ্য ঘোরাফেরা করে৷ ওয়ার্ন ও তাঁর বন্ধুদের প্রাইভেট বিচ এবং সামুইয়ের অবিরাম দৃশ্য উপভোগ করার দিকটি দেওয়া হয়৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
7/9
এখানে ২৩ টি ভিলা রয়েছে. যেখানে ১ টি থেকে ৮ টি অবধি বেডরুম রয়েছে৷ প্রতিটায় ইনফিনিটি পুল রয়েছে যা বিশালাকৃতি৷ Photo Courtesy -Instagram/Collected
এখানে ২৩ টি ভিলা রয়েছে. যেখানে ১ টি থেকে ৮ টি অবধি বেডরুম রয়েছে৷ প্রতিটায় ইনফিনিটি পুল রয়েছে যা বিশালাকৃতি৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
8/9
থাই স্থাপত্যের পাশাপাশি অপূর্ব ভিউ এবং সব আধুনিক স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে৷ ভিলায় রয়েছে একেবারে ব্যক্তিগত ম্যানেজার এবং পরিচারিকা৷ Photo Courtesy -Instagram/Collected
থাই স্থাপত্যের পাশাপাশি অপূর্ব ভিউ এবং সব আধুনিক স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে৷ ভিলায় রয়েছে একেবারে ব্যক্তিগত ম্যানেজার এবং পরিচারিকা৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
9/9
এই ভিলা নিজেদের ওয়েবসাইটে নিজেদের প্রপার্টি সম্পর্কে লিখেছে “the perfect place for friends and family to gather and have a great time” and promises guests an “unparalleled luxury experience”. অর্থাৎ বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানোর দারুণ সময়, সমস্ত গেস্টকে আমরা অতুলনীয় লাক্সারি অনুভূতি দিতে দায়বদ্ধ৷ ১৬০০ স্কোয়ার মিটার অবধি স্পেস রয়েছে ভিলাগুলিতে,যার মধ্য প্রতি রুমে কিং বেড এবং পুলের ধারে সানি সাইড বেড রয়েছে৷ Photo Courtesy -Instagram/Collected
এই ভিলা নিজেদের ওয়েবসাইটে নিজেদের প্রপার্টি সম্পর্কে লিখেছে “the perfect place for friends and family to gather and have a great time” and promises guests an “unparalleled luxury experience”. অর্থাৎ বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানোর দারুণ সময়, সমস্ত গেস্টকে আমরা অতুলনীয় লাক্সারি অনুভূতি দিতে দায়বদ্ধ৷ ১৬০০ স্কোয়ার মিটার অবধি স্পেস রয়েছে ভিলাগুলিতে,যার মধ্য প্রতি রুমে কিং বেড এবং পুলের ধারে সানি সাইড বেড রয়েছে৷ Photo Courtesy -Instagram/Collected
advertisement
advertisement
advertisement