সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোমহর্ষক ফাইনালে কুয়েতকে হারিয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ ১-১ থাকার পর অতিরিক্ত সময়েও খেলার মিমাংসা হয়নি। ফলে পেনাল্টি হয়। তাতে কুয়েতের বিরুদ্ধে ভারতীয় দল ৫-৪ গোলে জেতে।
কুয়েত ম্যাচের ১৪ তম মিনিটে শাবিব আল খালিদির গোলে ১-০তে এগিয়ে যায়। ৩৮ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা চেংতের গোলে ভারত সমতা ফেরায়। ভারতীয় দলের জন্য এটি নবম SAFF চ্যাম্পিয়নশিপ শিরোপা। এই টুর্নামেন্টে বিশেষ অবদান ছিল ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর।
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার! বেঁচে গেলেন কপাল জোরে
ভারতীয় দল চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন ছেত্রী জিতেছেন গোল্ডেন বুট এবং গোল্ডেন বল পুরস্কার। মঙ্গলবার কান্তিরাভা স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা একটি দুর্দান্ত ম্যাচ দেখার সুযোগ পান।
নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকে। পেনাল্টি শুটআউটের সময় দর্শকরা ভারতীয় দলের ফুটবলারদের মনোবল বাড়াতে থাকেন।
ভারতীয় দল শ্যুটআউটে জয়ী হওয়ার সাথে সাথে সমর্থকদের আনন্দের সীমা ছিল না। গোটা স্টেডিয়াম ‘বন্দে মাতরম’ গেয়ে দেশপ্রেমের চেতনায় ভরিয়ে দেন।
আরও পড়ুন- টি শার্ট, শর্টস, কিন্তু কবজি ডুবিয়ে চিংড়ি-ইলিশ খেয়ে নিজেকে বাঙালি মার্টিনেজ
সুনীল ছেত্রীকেও দর্শকদের সঙ্গে সুর মেলাতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রীড়া অনুরাগীদের বন্দে মাতরম গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের শেষ মুহূর্তে চমৎকার সেভ দলকে জেতাতে সহায়তা করে। ম্যাচের পর খেলোয়াড়রা ছেত্রীকে কাঁধে তুলে নেন। বরাবরের মতো এই টুর্নামেন্টেও ছেত্রী অসাধারণ খেলেছিলেন।