TRENDING:

Virat Kohli ও BCCI সম্পর্ক কিছুদিন ধরে ঠিক নেই, বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের

Last Updated:

ভারতীয় ক্রিকেট দলে (Indian cricket team) বিরাট কোহলির অধিনায়কত্ব ইস্যু (Virat Kohli captaincy issue) হঠাৎ করেই বিভিন্ন প্রশ্ন সামনে এনে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) হঠাৎ করেই অধিনায়কত্ব (Indian Cricekt  team captain) ছেড়ে দিয়েছেন৷ ঘোষণা করে দিয়েছেন ভারতের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর তিনি আর এই ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন না৷ কিন্তু এই বিষয়টা একেবারেই সোজা সহজ অঙ্ক নয়৷ প্রাক্তন নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্ক আগের মতো নেই (BCCI and Virat Kohli) ৷
 virat kohli and the bcci do not seem to be in good terms these days claims sandeep patil- Photo-AFP
virat kohli and the bcci do not seem to be in good terms these days claims sandeep patil- Photo-AFP
advertisement

ভারতীয় ক্রিকেট দলে (Indian cricket team) বিরাট কোহলির অধিনায়কত্ব ইস্যু (Virat Kohli captaincy issue) হঠাৎ করেই বিভিন্ন প্রশ্ন সামনে এনে দিয়েছে৷ কোহলি টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর রোহিত শর্মার সামনে অধিনায়ক হওয়ার সম্ভবনা সবচেয়ে উজ্জ্বল৷ সন্দীপ পাতিলের দাবি বিরাট ও বোর্ডের সম্পর্ক আগের মতো নেই৷ সন্দীপ পাতিল নির্বাচক থাকাকালীনই বিরাট কোহলি অধিনায়কত্ব (Virat Kohli captaincy) পেয়েছিলেন৷

advertisement

আরও পড়ুন - HBD Ravichandran Ashwin: ৩৫ এ অশ্বিন, জন্মদিনে তারকা স্পিনারের অজানা গল্প

সন্দীপ পাতিল টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি বিরাটের (Virat Kohli) পদক্ষেপকে স্বাগত জানাই৷ অধিনায়কত্ব আপনার মস্তিষ্ক চাপ দেয়৷ একইসঙ্গে অধিনায়কত্ব করা এবং ক্রিকেট খেলা সহজ বিষয় নয়৷ বিশেষ করে এখন প্রচণ্ড ক্রিকেট খেলা হয়, কোহলি যে পদক্ষেপ নিয়েছেন তাতে নিজের ব্যাটিংয়ে ১০০ শতাংশ সহায়তা করে৷’’

advertisement

আরও পড়ুন - HPSC SDAO Recruitment: পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

পাতিল কোহলি ও বোর্ডের সম্পর্ক (BCCI and Virat Kohli) নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন৷ পাতিল বলেছেন, ‘‘বিরাট ও বিসিসিআইয়ের আজকাল পটছে না৷ এই মনে হচ্ছে বিরাট কোহলি ও বিসিসিআইয়ের মধ্যে সংবাদ দেওয়া নেওয়ায় কম হচ্ছে৷ আপনি বিরাটকে একটি কথা ও বিসিসিআইকে আর একটি কথা বলতে কখনও শুনতে পাবেন না৷ কিছু দিন আগে কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশিত হয়েছিল৷ বিসিসিআই কোষাধ্যক্ষ সেই খবর পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন৷ অধিনায়কত্ব ছাড়ার পুরো সিদ্ধান্ত বিরাটের৷ বিসিসিআইকে এই কথা পুরো স্বীকার করে নেওয়া উচিত৷ ’’

advertisement

বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার কারণ নিজের কাজের চাপ বলেছেন৷ কোহলি বলেছেন তাঁর ওপর খুব বেশি কাজের চাপ রয়েছে৷ গত ৮-৯ বছর ধরে তিনি তিনটি ফর্ম্যাটেই খেলছেন৷ পাশাপাশি তিন ফর্ম্যাটেই ৫-৬ বছর ধরে অধিনায়কত্বও সামলাচ্ছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli ও BCCI সম্পর্ক কিছুদিন ধরে ঠিক নেই, বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল