কিন্তু দ্বিতীয় বল থেকেই শুরু করে জ্বলওয়া দেখাতে৷ এরপরের দুটি বলেই ৬ হাঁকান৷ বোলার ছিলেন মইন আলি৷
আরও পড়ুন - Bankura News: কাজ করছিলেন যুবতী, হাতে কামড়াল সাপ, তারপর যা যা করল পরিবার!
দেখে নিন সে সময় ঠিক কী করেছিলেন দীপক হুডা, রইল ভাইরাল ভিডিও
advertisement
মইন আলি সে সময়ের ভারতের পঞ্চম ওভারের বল করছিলেন৷ তাঁর প্রথম বলেই লং অনের ওপর থেকে ছক্কা মারেন৷ বল সোজা চলে যায় স্পোর্টস কমেন্ট্রি বক্সের ভিতরে গিয়ে পড়ে৷ সে সময় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেন মাইক আর্থারটন ছিলেন৷ তাঁরাই কমেন্ট্রি করেছিলেন৷ বল সবেগে আসছে দেখে দুজনেই দ্রুত নিজের মাথা সরিয়ে নেন৷ ব্যাস এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷
আরও পড়ুন - MS Dhoni Money : ধোনির কত হাজার কোটি টাকা আয়, ক্রিকেট খেলে নানা ব্যবসায় টাকা লাগান মাহি
দীপক হুডা আয়ারল্যান্ডের বিরুদ্ধে তুফানি শতরান করেন
এর আগে দীপক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেনন৷ দীপক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ৫৭ বলে ১০৪ রান করেছিলেন৷ প্রথম টি টোয়েন্টিতেও ৪৭ রানে অপরাজিত ছিলেন৷
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ডার্বিশায়ারের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে তিনি ৫৯ রান করেন৷ ভারতের জয় তাঁর ব্যাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷
ভারত প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫০ রানে হারায়
এদিনের টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৯৮ রান করে৷ দলের হয়ে হার্দিক পান্ডিয়া (৫১), সূর্যকুমার যাদব (৩৯) রান করেন৷ এর জবাবে ইংল্যান্ড ১৯.৩ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়৷ হার্দিক ৪ উইকেট নেন৷ এছাড়া অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল ২ টি করে উইকেট নেন৷