TRENDING:

মোক্ষম সময়ে ফেল পন্থ, শাস্তির খাড়া নামতে চলেছে তরুণ এই ক্রিকেটারের ওপর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এদিকে ঋষভ পন্থ এসে ধোনিকে স্থানচ্যূত করেছেন ৷ এখন ক্ষুদ্রতম ক্রিকেট ফর্ম্যাটে তিনি আর ভারতীয় ক্রিকেট দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক নন ৷ তবে যে পন্থকে দেশের ভবিষ্যত প্রজেক্ট করে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কাজ করছে তাদেরকে বেশ অস্বস্তিতে ফেলেছেন তরুণ এই প্রতিভাবান ৷ একাধিক সময়ে খারাপ শট সিলেকশনের খেসারত দিয়েছেন পন্থ নিজে, খেসারত দিয়েছে দল ৷ রবি শাস্ত্রী চাইছেন নিজের শট সিলেকশন নিয়ে সিরিয়াস হন ঋষভ পন্থ ৷

advertisement

নিজেদের এই ভাবধারা পন্থকে জানিয়েও দিয়েছেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ৷ দল এখন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ৷ কিন্তু যেভাবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পোর্ট অফ স্পেনে আউট হয়েছিলেন তার কোনও যৌক্তিকতা খুঁজে পায়নি টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন - সমাজকে বুড়ো আঙুল, বিয়ের আগেই মা হয়েছিলেন বলিউডের এই তারকা অভিনেত্রীরা

advertisement

রবি শাস্ত্রী সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ত্রিনিদাদের মতো প্রথম বলেই ওই শট কেউ যদি খেলে তাহলে খুব হতাশাজনক ৷ এটা করার কয়েকবার চেষ্টা করেছে, প্রতিবারই আউট হয়েছে ৷ ওকে বলা হয়েছে ৷ ’

আরও পড়ুন - ‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে

তবে এটুকুই নয় এর সঙ্গে সতর্কবার্তাও জারি করেছেন কোচ শাস্ত্রী ৷ তিনি বলেছেন , ‘ভুলে নজর রাখা হচ্ছে প্রতিভা থাকুক বা না থাকুক তুমি দলকে নিচে নামাচ্ছ ৷ নিজেকে ছোট করার কথা ভুলেই যাও ৷ যেখানে তোমার নেতৃত্ব দেওয়ার কথা সেখানে দলকে নিচে নামাচ্ছ তুমি ৷ যেখানে একটা লক্ষ্যের দিকে দল এগোচ্ছে সেখানে তুমি বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার কথা ৷ ’

advertisement

শাস্ত্রীর মতে নিজের ভুল যদি শুধরে নেন পন্থ তাহলে ওঁকে আটকে রাখা যাবে না ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
মোক্ষম সময়ে ফেল পন্থ, শাস্তির খাড়া নামতে চলেছে তরুণ এই ক্রিকেটারের ওপর