বিয়ে যে কোনও সমাজেই একটা বড় ধাপ ৷ এই ছাড়পত্রের পরেই অনেক খিছুর ‘সরকারি’ অনুমতি পাওয়া যায় ৷ বিয়ের আগে শারীরিক সম্পর্ককে সরকারি স্বীকৃতি দেয় না ৷কিন্তু লাইমলাইটে থাকা ঝকঝকে বলিউড জগতে ঘটে যায় অনেক কিছু সেখানেই ঘটে বিয়ের আগে সন্তানধারণের মতো ঘটনা ৷ Photo- File
advertisement
2/9
অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেনশর্মা ৷ রণবীর শৌরীর সঙ্গে দীর্ঘদিনের লিভ ইন রিলেশনে ছিলেন ৷ তিনি প্রেগন্যান্ট হয়েছিলেন বিয়ে হওয়ার আগেই ৷ Photo- File
advertisement
3/9
শ্রীদেবী - বলিউডের অন্যতম সেরা সুন্দরী ৷ তাঁকে ঘিরে কত মানুষের কত স্বপ্ন ৷ আজ তিনি নেই ৷ কিন্তু তিনিই প্রথম বলি মেনস্ট্রিম অভিনেত্রী যিনি বিয়ের আগেই প্রেগন্যান্সির কথা স্বীকার করে নিয়েছিলেন প্রকাশ্যে ৷ বনি কাপুর ও তাঁর সম্পর্কের প্রথম সন্তান বিয়ের আগেই এসেছিল ৷ Photo- File
advertisement
4/9
মূলত দক্ষিণী হিরোইন , কিন্তু বলিউডেও তিনি হিল্লোল তুলেছিলেন ৷ কমনহাসানের সঙ্গে বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি ৷ Photo- File
advertisement
5/9
অমৃতা আরোরা বলিউডে খুব বেশি হিট দিতে না পারলেও হট তা নিয়ে কোনো সন্দেহই নেই ৷ নিজের ব্যববসায়ী বয়ফ্রেন্ড শাকিল লাদাখের সঙ্গে থাকাকালীন সন্তানসম্ভবা হয়েছিলেন ৷ Photo- File
advertisement
6/9
সেলিনা জেটলিও ২০১১ সালে বিয়ে করেছিলেন পিটার হেগের সঙ্গে ৷ এরপরেই জানুয়ারি মাসে তাঁর যমজ সন্তান হয় ৷ কিন্তু বিয়ের আগে তিনি প্রেগন্যান্ট হয়েছিলেন তা অস্বীকার করেছিলেন তিনি ৷ ২০১৭ সালে ফের মা হন সেলিনা ৷ এবারেও যমজ সন্তানই হয় তাঁর ৷ Photo- File
advertisement
7/9
টুইঙ্কল খান্না , অক্ষয়ের ঘরণী ৷ ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর সন্তানের মা হয়েছেন তিনি ৷ বিয়ের আগেই সন্তান হওয়ার উপক্রম হয়েছে ৷ Photo- File
advertisement
8/9
মহিমা চৌধুরীর ফেম ও গ্ল্যামার বলিউডে পা দিয়েই আকাশ ছুঁয়েছিল ৷ ২০০৬ সালে ববি মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি ৷ এটা একেবারেই গোপনে সারা হয়েছিল ৷ কারণ তিনি তখন সন্তানসম্ভবা ছিলেন ৷
advertisement
9/9
বলিউড মানেই গ্ল্যামারের ঝলকানি ৷ ৷ হাজার ওয়াটের আলো ৷ নায়িকাদের জীবন সাজগোজ তাদের নিয়ে একাধিক কথা সামনে আসে ৷ কোনটা গসিপ কোনটা সত্যি এমন মিলে মিশে যায় যে বুঝতে পারেননা সব মানুষ ৷ Photo- File