গত বছর প্রথমবার শুরু হয়েছিল এই উদ্যোগ, আর এবার দ্বিতীয় বছরে আরও বড় পরিসরে হতে চলেছে ইসলামপুর প্রিমিয়ার লিগ সিজন টু। সম্প্রতি দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল এই লিগের খেলোয়াড় নিলাম পর্ব। নিলাম শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবারের আইপিএল ট্রফি। অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ, উচ্ছ্বাস, উত্তেজনা আর নতুন মরশুমের স্বপ্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সেখ নাজিরুদ্দিন ও মানিক মুখার্জী, শিক্ষক অরিন্দম চ্যাটার্জী এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়ি জেলা হাসপাতালে নিরাপত্তা নিয়ে চিন্তা দূর! বিরাট বন্দোবস্তের পথে কর্তৃপক্ষ, খুশি সব মহল
সংগঠক শেখ সাদ্দাম জানান, “আমরা বীরভূমের ইসলামপুর প্রিমিয়ার লিগ সিজন টু-এর অকশন করছি। মোট ন’টি দল অংশ নিচ্ছে এবং প্রায় ১৮০ জন খেলোয়াড় রেজিস্টার করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতোই এখানে আইকন ও সাব-আইকন ক্যাটেগরি রয়েছে।” তিনি আরও বলেন, “গত বছর আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম। অনেক স্থানীয় খেলোয়াড়ের পরিচিতি বেড়েছে, তারা এখন বাইরেও খেলছে। এ বছর আমরা আশা করছি আরও চমক থাকবে। এমনকি ফাইনাল ম্যাচে কোনও ভারতীয় ওয়ার্ল্ড কাপ খেলা ক্রিকেটার উপস্থিত থাকতে পারেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইসলামপুর প্রিমিয়ার লিগের এই উদ্যোগে যেমন ফুটে উঠছে যুব সমাজের ক্রীড়া-ভালবাসা, তেমনই জেগে উঠছে এলাকাবাসীর একতা ও উদ্দীপনা। এখন সবার অপেক্ষা মাঠে বল গড়ানোর, কে জিতে এবারের ইসলামপুর প্রিমিয়ার লিগের মুকুট, তা দেখার জন্য মুখিয়ে বীরভূমবাসী।





