প্রায় এক মাস ধরে চন্দননগরের বিভিন্ন ক্লাবে বাছাই করা অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের নিয়ে দশটি দল করে ট্যালেন্ট টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন সকালের ফাইনালে ওরেঞ্জ ফিরিস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়েলো লাইনস। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। চলছিল অতিথিদের ভাষণ।
advertisement
এরপরেই ছিল এক বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। যেখানে চন্দননগর পৌরনিগম ইলেভেন বনাম সিএবি একাদশের একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি৷ ঘন কালো মেঘ এবং প্রবল বর্ষণ সেই সমস্ত প্ল্যানিংকেই ভেস্তে যায়৷
সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম গুহ মল্লিক জানান,সুপ্রিম নলেজ ফাউন্ডেশন মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠান হলেও খেলাধুলার উপরে তারা জোর দেয়। কারণ খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় এবং স্পোর্টসম্যান স্পিরিট তৈরি হয়। যা পরবর্তীকালে কাজে লাগে। ছোট ছেলেদের এই খেলার মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে। পরবর্তীকাল যারা সিএবি র হয়ে সুযোগ পায়। চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পন্ড হয়ে যায়। Input- Rahee Halder