ডয়েন ব্র্যাভো সেই পার্টির ছবি শেয়ার করে ব্রায়ান লারাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ ক্যারিবিয়ান বাহিনীর ডিজে ব্র্যাভো, ক্রিস গেইল, সুনীল নারিনরা যেরকম ছিলেন ৷ ঠিক সেরকমই ভারতীয় দলের রোহিত শর্মা, কেএল রাহুল, যজুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজা, কেদার যাদবরাও ছিলেন ৷
advertisement
নিজের ছবিতে দারুম ট্যাগলাইনও দিয়েছেন ব্র্যাভো ৷ তিনি লিখেছেন ব্রায়ান লারাকে অসংখ্য ধন্যবাদ এরকম পার্টি আয়োজন করার জন্য ৷ দলের সতীর্থ ও ভারতীয় ভাইদের সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে ৷ ’’
বিরাট কোহলির অধিনায়কত্বে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ. একদিনের সিরিজে ২-০ জেতা হয়েছে ভারতের ৷ শুধুমাত্র গায়নার একদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় একটি সুযোগ হারিয়েছে ভারত ৷ একদিনের ক্রিকেটে দিন কয়েক আগেই ব্রায়ান লারাকে টপকে গেছেনে ক্রিস গেইল ৷ ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার হিসেবে এই নয়া মাইলস্টোন গড়েছে গেইল ৷ এদিকে শিখর ধাওয়ান আবার লারার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ‘বাঁ হাতি আর বাঁ হাতির আলটিমেট কম্বো ৷ ’
আরও দেখুন