শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা নিজের বিবৃতিতে বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কার্যকারী সমিতি কুশলা মেন্ডস, ধনুষ্কা গুণতিলকা ও নিরেশন ডিকবেলা বায়ো বাবল ভাঙায় তাঁদের নির্বাসিত করেছে৷ তাঁদের দ্রুত দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ’ শ্রীলঙ্কার প্রশাসক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে জানিয়েছেন এই বিষয়ে তদন্ত চলছে৷ কারণ তাঁরা নিয়মবিধি ভঙ্গ করেছেন৷ ’’
advertisement
শ্রীলঙ্কা শনিবার টি টোয়েন্টি সিরিজ ০-৩ হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ অক্টোবর ২০২০ -র পর লাগাতার পাঁচটি টি টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে৷ শ্রীলঙ্কা এখন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ হয়েছে৷ এই সিরিজের প্রথম ম্যাচ ২৯ জুন চেস্টার লি স্ট্রিটে খেলা হবে৷
টি টোয়েন্টি সিরিজে এই তিন অভিযুক্ত ক্রিকেটার ভীষণভাবে ফ্লপ হয়েছেন৷ মেন্ডিস তিন ম্যাচে ৫৪ রান, ডিকওয়েলা ২ ম্যাচে ১৪ রান ও গুণতিলকা ৩ ম্যাচে ২৬ রান করেছিলেন৷
