TRENDING:

হায় হায়! নেশার টান এমনই বায়ো বাবল ভেঙে রাস্তাতেই ধূমপান! ক্রিকেটারদের ভিডিও ভাইরাল

Last Updated:

রাস্তাতেই দেদার ধোঁওয়া উড়ছে, এদিক ওদিক চোরের মতো দেখে টান নেশার বস্তুতে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: শ্রীলঙ্কা ক্রিকেট ফের একবার একেবারে ভুলভাল ঘটনার জন্য শিরোনামে৷ তিন শ্রীলঙ্কার ক্রিকেটারকে দল থেকে বার করে দেওয়া হয়েছে৷ তাঁদের এই অপরাধ যে ইংল্যান্ড সফর চলাকালীন তাঁরা দলের বায়ো বাবল ভেঙে দেন৷ এর জেরে তিনজনকেই সাসপেন্ড করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷ কুশলা মেন্ডিস (Kusal Mendis), উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা (Niroshan Dickwella) সহ তিন ক্রিকেটারকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই দুই ক্রিকেটার ছাড়া ব্যাটসম্যান ধুনষ্কা গুণতিলকাকে (Danushka Gunathilaka) তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে শ্রীলঙ্কার হারের পর রাস্তায় অধিক রাতে ঘুরতে দেখা যায়৷ এই ম্যাচে শ্রীলঙ্কার ৮৯ রানে হার হয়৷ এই তিন ক্রিকেটারই সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন৷
advertisement

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা নিজের বিবৃতিতে বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কার্যকারী সমিতি কুশলা মেন্ডস, ধনুষ্কা গুণতিলকা ও নিরেশন ডিকবেলা বায়ো বাবল ভাঙায় তাঁদের নির্বাসিত করেছে৷ তাঁদের দ্রুত দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ’ শ্রীলঙ্কার প্রশাসক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে জানিয়েছেন এই বিষয়ে তদন্ত চলছে৷ কারণ তাঁরা নিয়মবিধি ভঙ্গ করেছেন৷ ’’

advertisement

advertisement

শ্রীলঙ্কা শনিবার টি টোয়েন্টি সিরিজ ০-৩ হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ অক্টোবর ২০২০ -র পর লাগাতার পাঁচটি টি টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে৷ শ্রীলঙ্কা এখন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ হয়েছে৷ এই সিরিজের প্রথম ম্যাচ ২৯ জুন চেস্টার লি স্ট্রিটে খেলা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

টি টোয়েন্টি সিরিজে এই তিন অভিযুক্ত ক্রিকেটার ভীষণভাবে ফ্লপ হয়েছেন৷ মেন্ডিস তিন ম্যাচে ৫৪ রান, ডিকওয়েলা ২ ম্যাচে ১৪ রান ও গুণতিলকা ৩ ম্যাচে ২৬ রান করেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
হায় হায়! নেশার টান এমনই বায়ো বাবল ভেঙে রাস্তাতেই ধূমপান! ক্রিকেটারদের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল