মেগা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যালিসা হেলির শুরুতেই ক্যাচ ফেলেন হরমন। কিন্তু তারপর মাত্র ৫ রানে আউট হন হেলি। দ্বিতীয় উকেটে রেকর্ড ব্রেকিং পার্টনারশিপ গড়েন লিচফিল্ড ও পেরি। দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। যদিও দুজনেই সুযোগ দিয়েছিলেন। লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। ১৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
advertisement
এরপর পেরি নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ফেরেম ব্যক্তিগত ৭৭ রানে। বেছ মুনি ২৪ ও সাদারল্যন্ড ৫ রান করে আউট হন। একা সময় অস্ট্রেলিয়াকে খানিকটা চেপেও ধরেছিল ভারত। কিন্তু স্লগ ওভারে অ্যাশলে গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস অস্ট্রেলিয়র স্কোর ৩০০ পার নিয়ে যায়। রান আউট হন গার্ডনার। শেষের দিকে লাগাতার উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার ব্যাটও করতে পারেনি ব্যাগি গ্রিনরা। ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে শেষ হয়ে অজিদের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন এন চরনি ও দীপ্তি শর্মা।
