TRENDING:

#CWC2019: 'বিরাট' মাইলস্টোনের সামনে কোহলি, সচিন-লারার রেকর্ড ভাঙার হাতছানি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: আফগানিস্তান ম্যাচের আগে আরও এক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। বিরাটের ব্যাটে এই ম্যাচে একশো চার রান হলে আবার ভেঙে যাবেন সচিন তেন্ডুলকর।
advertisement

বিশ্ব ক্রিকেটে সচিনকে পেরিয়ে যাওয়াটা প্রায় অভ্যাসে পরিণত করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচে সচিনকে টপকে দ্রুততম এগারো হাজার রান পূর্ণ করছে বিরাটের ব্যাট। আফগানিস্তান ম্যাচের আগেও আরও এক রেকর্ডের সামনে ক্যাপ্টেন কোহলি।

শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের দরকার একশো চার রান। বিরাট ব্যাটে এই রান হলে বিশ্ব ক্রিকেটে আবার ভেঙে যাবে সচিনের রেকর্ড। এবার বিরাটের সামনে সচিনের দ্রুততম ২০ হাজার ভেঙে দেওয়ার টার্গেট। চারশো তিপান্ন ইনিংসে এই রান পূর্ণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। আফগানিস্তানের বিরুদ্ধে একশো রান করলে বিরাট এই রান পূর্ণ করবেন চারশো পনেরো ইনিংসে। টেস্ট ও একদিন মিলিয়ে সচিনের রান ৩৪,৩৫৭ রান। তার পরেই আছেন আর এক প্রাক্তন রাহুল দ্রাবিড়। তাঁর রান ২৪,২০৮।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কোনও সন্দেহ নেই আফগানিস্তান ম্যাচ থেকে পুরো পয়েন্ট চায় ভারত। সেই সঙ্গে এই বিশ্বকাপে প্রথম শতরানও আশা করে অধিনায়কের ব্যাট থেকে।

বাংলা খবর/ খবর/খেলা/
#CWC2019: 'বিরাট' মাইলস্টোনের সামনে কোহলি, সচিন-লারার রেকর্ড ভাঙার হাতছানি