অমিতাভ বচ্চন হোক বা দিলীপ কুমার, ইডেনে ব্যাটিং করেছেন অনেক তারকাই। আর তাঁদের স্বাগত জানাতে ইডেন কখনও কার্পণ্য করেনি। বরাবর ভরা গ্যালারি বলিউড তারকাদের জন্য গলা ফাটিয়েছে।
আরও পড়ুন- জাদেজার নাম শুনলেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া! তৃতীয় টেস্টেও বিভীষিকা হবেন জাদ্দু?
আইপিএলের সুবাদে শাহরুখ খানকে খুব কাছ থেকে দেখেছে কলকাতা। কিং খান, জুহি চাওলা, অর্জুন রামপালের মতো বলিউড তারকাদের একটা সময় নিয়মিত দেখা যেত ইডেনে। তবে করোনার পর ইডেনে আইপিএলের ম্যাচ নেই। তাই এখন আর সেভাবে শাহরুখদের ইডেনে দেখা যায় না।
advertisement
ইডেন শুটিংয়ের দিক থেকেও বলিউডের প্রথম পছন্দ। কিছুদিন বাদেই বাংলার পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস মুক্তি পাবে। জানা যাচ্ছে, সিনেমার শুটিং প্রায় শেষ লগ্নে। এই সিনেমায় ঝুলনের ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। বিরাট কোহলির স্ত্রী বেশ কিছুদিন আগেই ইডেনে এসে শুটিং করে গিয়েছেন।
ঝুলনের কেরিয়ারের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে ইডেন। তাই ঝুলনের বায়োপিকে ইডেন যে অনেকটা জায়গা জুড়ে থাকবে তা বলাবাহুল্য। ইডেন ছাড়া হাওড়ার বেশ কিছু জায়গাতেও চাকদহ এক্সপ্রেসের শুটিং করে গিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা।
গত রবিবার ইডেনে ব্যাটিং করে গেলেন রণবীর কাপুর। অনেকেই বলছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে রণবীরকে। অর্থাৎ পর্দার সৌরভ নাকি তিনিই। তবে রণবীর জানিয়েছেন, তাঁর কাছে এখনও এই সিনেমায় অভিনয় করার প্রস্তাব নেই।
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের স্ত্রীকে বাঁচাতে ভারত সব রকম চেষ্টা করেছিল! কৃতজ্ঞ সুলতান
‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রোমোশনে কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। এই ছবির প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। একই প্রযোজনা সংস্থা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবে বলেও জানা যায়। ফলে ব্যাপারটা বেশ দুইয়ে দুইয়ে চারের মতো সহজ হিসেব। কিন্তু ব্যাপারটা আদতে এতটাও সহজ রইল না।
কলকাতায় এসে রণবীর যেমন সৌরভের বায়োপিক নিয়ে গুগলি দিলেন, দাদাও তেমনই এমন শট খেললেন যা বোঝা মুশকিল। দাদা স্রেফ বললেন, রণবীরকে আমার পছন্দ। ব্যস ওইটুকুই। এর থেকে বেশি বায়োপিক নিয়ে একটি শব্দও খরচ করলেন না দাদা।