এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৮৬ রান করে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩৫২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে দলগত পারফরম্যান্স দেখিয়ে জয় পেল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হলেন অ্যালেক্স কেরি।
এই ম্যাচের প্রথম ইনিংসে ১০৬ রানে করেন কেরি। উসমান খোয়াজা করেন ৮২ রান করেন। মিচেল স্টার্ক ৫৪ রান করেন। এরপরে দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন কেরি। অন্যদিকে খোয়াজা করেন ৪০ রান। কিন্তু, এই ইনিংসে ব্যাটে অন্যতম অবদান রাখেন ট্রেভিস হেড। ক্রিজে থেকে তিনি করেন ১৭০ করেন। বলেও দাপট দেখা যায় অস্ট্রেলিয় ক্রিকেটারদের। অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন। অন্যদিকে, স্কট বোল্যান্ড তিনটি উইকেট তুলে নেন। নাথান লায়ন তিনটি উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন কামিন্স। স্টার্ক, লায়ান তিনটি করে উইকেট নেন। অন্যদিকে, বোল্যান্ডও একটি করে উইকেট নেন।
advertisement
যেখানে অস্ট্রেলিয়া দলগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে ইংল্যান্ডের উপর চাপ বাড়াতে থাকে। কিন্তু, বেন স্টোকসের থেকে তেমন কোনও জোরালো পারফরম্যান্স দেখা যায়নি। অধিনায়ক বেন স্টোকস ৮৩ রান করেন। জোফ্রা আর্চার ৫১ রান করেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার জ্যাক ক্রলি ৮৫ রান করেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন আর্চার। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন জশ টাং এবং তিন উইকেট নিজের নামে করেন ব্রাইডন কার্স। কিন্তু, জোটবদ্ধভাবে সেরকম জোরালো লড়াই করতে না পেরে এই বছরের মতন অ্যাশেজ হারতে হল ইংল্যান্ডকে।
