এই টুর্নামেন্টে দুবরাজপুর পৌরসভার মোট ৩০টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকায় প্রায় ৪৫০ জন তরুণ ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন। সমস্ত ম্যাচই অনুষ্ঠিত হবে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি খেলোয়াড়কে দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে। মূলত যুবসমাজকে খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত করা এবং স্থানীয় প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই আয়োজন। ফাইনালে জয়ী ও বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়াও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অন্যান্য ব্যক্তিগত ও দলগত পুরস্কারও থাকছে।
advertisement
আরও পড়ুন- ৯টি ছক্কা সহ ৩১ বলে ৭৫ রান, টি-২০ বিশ্বকাপের আগে বিধ্বংসী ফর্মে ভারতীয় তারকা
এই প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, ,”২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। খুব ভাল লাগছে যে দুবরাজপুর শহর থেকে প্রায় ৪৫০ জন ছেলে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রত্যেকে দুবরাজপুর পৌরসভার বাসিন্দা। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল স্থানীয় ছেলেদের স্কিল বাড়ানো, তারা যেন ভাল ক্রিকেট শিখে ভবিষ্যতে বড় পর্যায়ে খেলতে পারে। আমাদের লক্ষ্য, আগামী দিনে দুবরাজপুর থেকেও যেন ছেলেরা রাজ্য বা জাতীয় স্তরের ক্রিকেটে উঠে আসে।”
দুবরাজপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষজনের কাছে এই টুর্নামেন্ট ইতিমধ্যেই ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। স্থানীয় প্রতিভা তুলে ধরার এই মঞ্চ থেকে ভবিষ্যতের প্রতিশ্রুতিমান ক্রিকেটার উঠে আসবে, এমনই আশায় দিন গুনছেন আয়োজক ও দর্শকরা।





