তার বাবা শিবেষ মহন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। মা সঞ্চিতা মহন্ত গৃহবধূ। সুমিত তাঁদের একমাত্র সন্তান। ক্রিকেট জীবনের শুরুতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পে তিনি খেলতেন। এদিন বালুরঘাটের ছেলে সুমিত মহন্ত বাড়ি ফিরেছে আর তাতেই তাঁকে ঘিরে খুশিতে মেতেছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সুমিত মহন্ত প্রথম সুযোগ পেয়েছে রঞ্জি খেলাতে। বালুরঘাটে সুমিত মহন্তর বেড়ে ওঠা আর এখানেই তাঁর ক্রিকেট শেখা। পরে অবশ্য কলকাতার একটি সংস্থায় গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন সে। বিসিসিআই আয়োজিত রঞ্জি ট্রফি টুর্নামেন্টে বেঙ্গল স্কোয়াডের হয়ে খেলতে চলেছে বালুরঘাটের সুমিত মহন্ত। শুধু দক্ষিণ দিনাজপুরে নয়, গৌড়বঙ্গে প্রথম কোনও ক্রিকেটার এই সুযোগ পেলেন। যার ফলে খুশির জোয়ারে ভাসছে জেলাবাসী।
আগামী খেলায় সুমিতের বোলিংয়ে সাফল্য কামনাই চলছে এখন জেলা জুড়ে। গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্যাচ। সেখানে পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা এক ইনিংস ও ১৩ রানে জয় পেয়েছে। ওই ম্যাচে বালুরঘাটের বাসিন্দা সুমিত মহন্ত ২ ইনিংস মিলিয়ে সাত উইকেট পায়। স্বাভাবিকভাবেই প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রঞ্জি ট্রফির মতো জাতীয় স্তরের খেলাতে সুযোগ পাওয়ার পর থেকেই ব্যাপক উন্মাদনা দেখা দেয় জেলা জুড়ে।
সুস্মিতা গোস্বামী