TRENDING:

ডুরান্ড ফাইনালে বাজিমাত বেঙ্গালুরুর, মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীলরা

Last Updated:

Bengaluru FC beat Mumbai city FC to win Durand cup 2022 as first one for Sunil Chhetri. মুম্বইকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন সুনীলের বেঙ্গালুরু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু - ২
মুম্বইকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন সুনীলের বেঙ্গালুরু
মুম্বইকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন সুনীলের বেঙ্গালুরু
advertisement

মুম্বই সিটি - ১

#কলকাতা: তিনি ভারতীয় ফুটবলের পোস্টার বয়। তার জায়গা নেওয়ার মতো ফুটবলার এখনও খুঁজে পাওয়া যায়নি ভারতে। ক্যাবিনেটে ঝলমল করছে ক্লাব ও দেশীয় ফুটবলের একাধিক ট্রফি ও পদক। সেখানে নেই ডুরান্ড কাপ! অধরা সেই ট্রফির স্বাদ পাওয়ার জন্য রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমেছিলেন বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রী।

advertisement

ডুরান্ড ফাইনালের দু’টি দলই অতীতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে সর্বভারতীয় কোনও টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া ছিল বেঙ্গালুরু ও মুম্বই। মহমেডান স্পোর্টিংকে হারিয়ে ফাইনালে উঠে আসা মুম্বই কোচ ডেস বাকিংহাম জানিয়েছিলেন, ওদের আক্রমণভাগে সুনীল, রয় কৃষ্ণা ও শিবা শক্তি ভালো ফর্মে রয়েছে। তবে আমরা আক্রমণাত্মক খেলেই জিততে চাই।

advertisement

বেঙ্গালুরু এফসি’র কোচ সাইমন গ্রেসন জানিয়েছিলেন, মুম্বই সিটি খুবই শক্তিশালী টিম। ওরা অনেক পাস খেলে। সেটা থামাতে হবে। আমরা যে কোনও মূল্যে জিততে চাই। ম্যাচের ১১ মিনিটে দুর্দান্ত গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন তরুণ স্ট্রাইকার শিবশক্তি। মিডফিল্ড বলের লড়াইয়ে এগিয়েছিল বেঙ্গালুরু।

কিন্তু মুহূর্তের ভুলে ৩০ মিনিটের মাথায় সমতা ফিরিয়ে আনে মুম্বই। গোল করেন আপুইয়া। দ্বিতীয়ারদের শুরু থেকে চাপ বাড়াতে থাকে বেঙ্গালুরু। সুনীল ছেত্রী নেতৃত্বে রয় কৃষ্ণ, ব্রুনো রামিরেজ, জয়েশ, প্রবীর দাসরা লিড নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে মুম্বই ডিফেন্সের ওপর। অবশেষে ৬১ মিনিটে সুনীলের কর্নার থেকে হেডে বেঙ্গালুরুকে এগিয়ে দেন আল্যান কোস্তা। কিছুই করতে পারেননি মুম্বইয়ের গোলরক্ষক।

advertisement

দু মিনিট পরেই ডিফেন্ডার ফলকে তুলে নিয়ে স্প্যানিশ নোগুরেকে নামান বাকিংহাম। নিয়ে আসা হয় মেহতাব সিং কে। ৭৭ মিনিটে নোগুরের শট পোস্টে লেগে প্রতিহত না হলে আবার সমতা ফেরাতে পারত মুম্বই। ডিফেন্স শক্ত করার জন্য বেঙ্গালুরু নামিয়ে দেয় রোহিত এবং হীরা মন্ডলকে। মুম্বই নিয়ে আসে গুরকিরতকে। বেঙ্গালুরু ডিফেন্স সজাগ থাকায় আর বিপদ ঘটেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল ৬ মিনিট। মুম্বাই শেষ পর্যন্ত লড়াই করল। স্টুয়ার্ট দুর্দান্ত একটা প্রচেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে। কিন্তু দিনটা ছিল বেঙ্গালুরুর। ক্যারিয়ারের প্রথম না জেতা ট্রফি জিতলেন সুনীল।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ডুরান্ড ফাইনালে বাজিমাত বেঙ্গালুরুর, মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন সুনীলরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল