বাংলার দুই ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন। আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। এখন প্রশ্ন হল, তাঁদের কি প্রথম একাদশে দেখা যাবে! রোহিত শর্মা, বিরাট কোহলি পরবর্তী ভারতীয় টেস্ট দলে সবই সম্ভব। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে বাংলার ক্রিকেটপ্রেমীরা আশা রাখতেই পারেন।
আজকের দলঘোষণায় সব থেকে বড় চমকের নাম করুণ নায়ার। আট বছর পর ডাক পেলেন ভারতীয় টেস্ট দলে। ক্রিকেটের থেকে তিনি একটা সুযোগ চেয়েছিলেন। ক্রিকেট তাঁকে সেই সুযোগ দিয়েছে। রনজিতে তিনি দল বদলে এসেছেন বিদর্ভে। এবার ফাইনালে করুণ করেছিলেন ৮৬ রান। বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়েছেন। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান- ১১২*, ৪৪, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*। ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা করুণ আবার ভারতীয় দলে।
advertisement
আরও পড়ুন- ভারত পেয়ে গেল ‘নতুন ক্যাপ্টেন’! মহম্মদ শামি যা খবর পেলেন, একেবারে অবাক!
২৯ বছর বয়সী অভিমন্যু ঈশ্বরণের জাতীয় দলের হয়ে অভিষেকই হয়নি। বাংলার হয়ে খেলা ব্যাটার হাল ছাড়েননি। রনজিতে রান করেছেন। অস্ট্রেলিয়ায় ভারতের ‘এ’ দলে ছিলেন। এবার ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক হয়েছেন তিনি। তার পর জাতীয় দলে ডাক। এখন দেখার, তিনি শেষ পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পান কি না! আর যদি পান তাহলে পা গলাতে হবে রোহিত শর্মার জুতোয়। অর্থাৎ সামনে অগ্নিপরীক্ষা।
