২০ ফেব্রুয়ারির মধ্যে কোথায় আয়োজন হবে আইপিএল তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ হবে ১৮ মার্চ। বোর্ডের নিয়মানুযায়ী শেষ সিরিজ এবং আইপিএল শুরু হওয়ার মধ্যে ১৪ দিন বিরতি থাকতে হবে। সেক্ষেত্রে ২ এপ্রিলও প্রতিযোগিতা শুরু হতে পারে। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আপাতত ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে।
advertisement
আরও পড়ুন - IPL 2022 Auction : এবারের আইপিএলে দেখা যাবে না যে তারকা ক্রিকেটারদের, দেখে নিন এক ঝলকে
পাশাপাশি পুণের গাহুঞ্জের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামেও হওয়ার কথা রয়েছে এই প্রতিযোগিতা। তবে একান্তই ভারতে করা না গেলে, সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। তবে আর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরশাহি নয়, দক্ষিণ আফ্রিকায় করা হতে পারে আইপিএল। বেশিরভাগ কর্তাই মুম্বই এবং পুণে-তে আইপিএল-এর ম্যাচ আয়োজন করার পক্ষে সম্মতি দেন।
কারণ, সেখানে বিমানে করে কোথাও যাত্রার দরকার পড়বে না। সড়ক পথে যাওয়া সম্ভব। পাশাপাশি, ম্যাচ আয়োজন করা হবে জৈবদুর্গে। যা-ই হোক না কেন, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই এই প্রতিযোগিতা ভারতে আয়োজন করতে আগ্রহী। মুম্বই এবং পুণেয় হলে আরও বেশি সুবিধা। কারণ উচ্চমানের স্টেডিয়ামের পাশাপাশি ক্রিকেটারদের রাখার মতো প্রয়োজনীর পাঁচ তারা হোটেলও আছে প্রচুর পরিমাণে।
বোর্ডের এক সূত্র বলেছেন, যদি একান্তই এই প্রতিযোগিতা ভারতে আয়োজন না করা যায়, তা হলে আমিরশাহিই সেরা বিকল্প। কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজিই চাইছে এবার অন্তত অন্য কোথাও আয়োজন করা হোক। তবে শ্রীলঙ্কা অনেকেরই পছন্দ নয়। শনিবারই আইপিএল নিলামের জন্য মোট ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১২১৪ জন ক্রিকেটার রয়েছেন।
এর মধ্যে ভারতের জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার ৬১ জন, বিদেশি এবং জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার ২০৯ জন, সহকারী দেশগুলির থেকে ৪১ জন। সব মিলিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের মাটিতেই আইপিএল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই। প্লে অফ ম্যাচ আমেদাবাদে হতে পারে।