IPL 2022 Auction : এবারের আইপিএলে দেখা যাবে না যে তারকা ক্রিকেটারদের, দেখে নিন এক ঝলকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ben Stokes along with Chris Woakes and other stars who will skip IPL auction 2022. বেন স্টোকস থেকে শুরু করে ইংল্যান্ডের স্যাম কারান, হয়তো বা মিচেল স্টার্ককেও দেখা যাবে না আইপিএলে
জানা গিয়েছে মিচেল স্টার্ক, স্যাম কারান, ক্রিস গেইল, বেন স্টোকস, জোফরা আর্চার, ক্রিস ওকস এবারের আইপিএল নিলাম থেকে তাদের নাম তুলে নিয়েছেন। মিচেল স্টার্ক এবারের আইপিএলে সাত বছর পর ফেরার কথা ছিল। তিনি নিজেই সেই কথা জানিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে তিনি নাও খেলতে পারেন আইপিএলে। বাঁহাতি অজি ফাস্ট বোলার বলেছেন, আমার কিছু।কাগজপত্রের কাজ রয়েছে। সেগুলো করতে দিন দুয়েক সময় লাগবে।
advertisement
advertisement
আমি নিলাম থেকে নাম তুলে নিয়েছি এই কথা ভুল। আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আরও দু'দিন সময় চেয়ে নিয়েছি। বেন স্টোকস যে ২০২২ আইপিএল খেলবেন না তা আগেই বলে দিয়েছেন। আসলে তিনি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন বলে জানিয়েছেন। আসলে অ্যাশেজে বিশাল বিপর্যয় ঘটেছে ইংল্যান্ডের। এই অবস্থায় ইংলিশ অলরাউন্ডার টেস্টে মনোনিবেশ করতে চাইছেন। তাই তিনি নিলামেই থাকতে চাইছেন না।।
advertisement
স্যাম কারান কেন আইপিএল নিলাম থেকে নাম তুলে নিয়েছেন তা স্পষ্ট হয়নি। তবে চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দিয়েছে। আর্চার চোটের জন্য বহুদিন ধরেই খেলার বাইরে। এখনও তিনি সুস্থ নন। তাই এবারের আইপিএলেও থাকছেন না তিনি। ক্রিস গেইলের বয়স ৪১ হয়ে গিয়েছে। বয়সজনিত কারণেই তিনি মেগা নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত এবারে আইপিএল নিলামে অংশ নিচ্ছেন ১২১৪ জন ক্রিকেটার। ২৭০ জন ক্যাপড ও ৩১২ জন ক্রিকেটার আনক্যাপড। যারা নিলামে অংশ নিচ্ছেন তাদের মধ্য ৪১ জন ক্রিকেটার রয়েছেন এসোসিয়েট দেশ থেকে। ৪৯ জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছে ২ কোটি টাকা।
বাংলাদেশের সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুজনেই রয়েছেন ২ কোটি টাকার বেস প্রাইসে। শোনা যাচ্ছে এবার তুলনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সংখ্যায় বেশি দেখা যেতে পারে আইপিএলে। কেকেআর নিতে পারে ফর্মে থাকা ভ্যান ডের ডুসেনকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2022 5:23 PM IST