Subhash Bhowmik last rites : নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন সুভাষ ভৌমিকের, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপালের

Last Updated:

Subhash Bhowmick last rites performed at Nimtala Sasan. নিয়ম মেনে নিমতলা শ্মশানে সুভাষ ভৌমিকের শেষকৃত্য সম্পন্ন

দুই প্রধানের পতাকা গায়ে 
শেষযাত্রায় সুভাষ ভৌমিক
দুই প্রধানের পতাকা গায়ে শেষযাত্রায় সুভাষ ভৌমিক
#কলকাতা: নিমতলা শ্মশানে রীতি মেনে শেষকৃত্য হল সুভাষ ভৌমিকের। পরিবারের পাঁচ জন থাকবে শেষকৃত্যে। কভিড বলে কাউকে মরদেহর কাছে যেতে দেবে না। এমনটাই ছিল নিয়ম। মোহনবাগান ক্লাবের তরফে উপস্থিত ছিলেন দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গল এর পক্ষ থেকে দেবব্রত সরকার এবং মোহামেডান ক্লাবের পক্ষ থেকে কামারউদ্দিন। তিন ক্লাবের পতাকা দেওয়া হল সুভাষ ভৌমিকের মৃতদেহে।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা এবং ভারতবর্ষের ফুটবলের অন্যতম সফল ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিকের অবদান ভোলা সম্ভব নয়। ২০১৩ সালে তাকে ক্রীড়া গুরু সম্মানে ভূষিত করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার ফুটবলার হিসেবে এবং কোচ হিসেবে সাফল্য আগামী প্রজন্মকে প্রেরণা দেবে।
advertisement
advertisement
ভারতীয় ফুটবল আজ এক কিংবদন্তিকে হারাল। সুভাষ ভৌমিকের শেষ যাত্রায় ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরাও নিজেদের যৌবনকালে চুটিয়ে দেখেছেন সুভাষ ভৌমিকের খেলা। বাইচুং ভুটিয়া বললেন সুভাষ ভৌমিক কত বড় কোচ এবং ম্যানেজার ছিলেন সেটা অল্প কথায় বলা সম্ভব নয়। আমরা আশিয়ান কাপে সুভাষদার প্রেরণাতেই চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম। নিজের সময় থেকে এগিয়ে ভাবতে পারতেন। কলকাতা ময়দানে ওর কোচিংয়ে অনেক আধুনিক দিক প্রথমবার দেখা গিয়েছিল। আমি টাইগার বলে ডাকতাম।
advertisement
advertisement
দেবজিত ঘোষ বলেন ২৫ থেকে ২৬ ফুটবলার সবাই বড় মাপের ফুটবলার ছিল ২০০৩ সালে। কিন্তু সুভাষদা প্রত্যেককে সমান চোখে দেখতেন। সমান মর্যাদা দিতেন। এটাই আমাদের দল হয়ে উঠতে সাহায্য করেছিল। সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা দিয়েছেন ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার আইএম বিজয়ন। সুভাষ ভৌমিক নেই বিশ্বাস করতে পারছেন না কালো হরিণ।
advertisement
হাসপাতালে গুরুকে শেষ দেখা দেখতে আসেন দীপঙ্কর রায়। সুভাষ ভৌমিককে নিয়ে দীপঙ্কর রায় বলেছেন, সুভাষ ভৌমিকের চলে যাওয়াটা ভারতীয় ফুটবলের বড় ক্ষতি, ফুটবলার হিসেবে এবং কোচ হিসেবেও। আমি আমার কেরিয়ারের ৮০ শতাংশ ভৌমিক স্যারের অধীনে খেলেছি। কিভাবে সব খেলোয়াড়কে এক সাথে রাখা যায়, সেটি করে দেখাতেন ভৌমিক স্যার।
এদিকে সুভাষ ভৌমিকের অধীনে দুর্দান্ত খেলা চন্দন দাস বলেন, সত্যি এই খবরটা আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং আমি খুব মর্মাহত। আমার মনে হয়, যদি ভারতীয় ফুটবলে আধুনিকতা কেউ নিয়ে আসে, সেটা সুভাষ ভৌমিক। এখন যে জিনিসটা খুব সহজ, সেটা সেই সময়ে নিয়ে এসেছিলেন সুভাষ ভৌমিক। অনুশীলনের পর ভাত-মাংস, চিকেন স্টু থেকে বেরিয়ে বয়েল্ড চিকেন, পাস্তার প্রচলন এনেছিলেন সুভাষ ভৌমিক।
বাংলা খবর/ খবর/খেলা/
Subhash Bhowmik last rites : নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন সুভাষ ভৌমিকের, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপালের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement