শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয়বার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইসিসি।
ক্রিকেটার ছাড়াও সাংবাদিক সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কা সরানোর আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইসিসি চূড়ান্ত বার্তা আসার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তুমুল অন্তর্দ্বন্দ দেখা দেয়।
ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, নিজেদের ক্রিকেটারদের প্রতিবাদেই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
advertisement
ভারত “বিদ্বেষ” দেখাতে গিয়ে নিজেদের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালকে অপমান করার ফল ভুগছে বিসিবি।
তামিমকে “ভারতীয় দালাল” বলার প্রতিবাদে এখন বাংলাদেশের ক্রিকেটাররা একজোট হয়ে বিসিবি কর্তাকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছেন।
তামিম বলেন, সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত।বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। মূলত বিশ্বকাপ খেলতে ভারতে না আশার বোর্ড এবং সরকারের সিদ্ধান্তের পরোক্ষে বিরোধিতা করেছিলেন।
তারপরেই তামিমকে অসম্মান করে বিসিবির অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম। ফেসবুকে লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।”
এরপরেই তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছে বাংলাদেশই। সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান ক্রিকেটার তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মমিনুল হকরা। বোর্ড কর্তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।
