TRENDING:

Bangladesh In T-20 World Cup 2021: বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠবে বাংলাদেশ? সাকিবদের সামনে অঙ্কটা কী, জেনে নিন

Last Updated:

Bangladesh In T-20 World Cup 2021: স্কটল্যান্ডের বিরুদ্ধে হার। আজ সামনে ওমান। জিতে সুপার টুয়েলভে গেলেও বাঘের মুখে পড়বে বাংলাদেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মহম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
advertisement

আজ ওমানের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পর পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ২১ অক্টোবর ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল বাছাই পর্ব শেষ করতে পারলে ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপের মূল আসর সুপার টুয়েলভে খেলতে পারবে। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন- এত কম মাইনে পান পাক ক্রিকেটাররা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় খবর

advertisement

বিশ্বকাপের প্রথম রাউন্ডে হবে মোট ১২টি ম্যাচ। 'বি' গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপের ছয়টি ম্যাচ হবে ওমানের মাসকাটে। 'এ' গ্রুপের ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। এর মধ্যে চারটি হবে আবুধাবিতে, দুটি শারজাহতে। প্রথম রাউন্ডের দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল খেলবে সুপার টুয়েলভে। সেখানে আগে থেকেই রয়েছে আটটি দল। ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান।

advertisement

গ্রুপ এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া।

গ্রুপ বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনি।

প্রথম রাউন্ডের পর যে চারটি দল উঠবে তারা গ্রুপ ‘১'- এবং গ্রুপ ‘২’-তে থাকবে। ‘বি১’ ও ‘এ২’ যাবে গ্রুপ ‘২’-তে। গ্রুপ ‘১’-এ থাকবে ‘বি২’ ও ‘এ১’।

সুপার টুয়েলভ হবে এমন-

গ্রুপ ‘১' - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, 'এ১', 'বি'২।

advertisement

গ্রুপ ‘২’ - ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, 'এ২', 'বি১'।

অর্থাত বাংলাদেশ সুপার টুয়েলভ খেললে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের বিরুদ্ধেই খেলবে। অর্থাত্ উপমহাদেশীয় দলের সামনেই পড়তে হবে সাকিবদের। সেক্ষেত্রে লড়াইটা কী কঠিন হবে বাংলাদেশের জন্য! কারণ, সেক্ষেত্রে স্পিনের ফাঁদে ফেলে উপমহাদেশীয় ব্য়াটসম্য়ানদের চাপ বাড়ানো সহজ হবে না। বাংলাদেশকে তবে ম্যাচ জিততে অন্য পথ বেছে নিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh In T-20 World Cup 2021: বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠবে বাংলাদেশ? সাকিবদের সামনে অঙ্কটা কী, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল