আজ, বৃহস্পতিবার দুপুর ৩টের সময় ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আরও পড়ুন– শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
যদিও আইসিসির চরমবার্তাতেও হুঁশ ফিরছে না বাংলাদেশের। ভারতবিদ্বেষী মনোভাব বজায় রেখেছে সেদেশের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের চাপে দিশেহারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
advertisement
‘মিরাকল’-এর আশায় বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ৷ ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ সরকার। আইসিসির বোর্ডে ভোটাভুটিতে গোহারান হেরেও হুঁশ ফেরেনি বাংলাদেশের। হাতে মাত্র কয়েক ঘণ্টা। বিপদসঙ্কেত দেখছে বাংলাদেশ ক্রিকেট।
আরও পড়ুন– নিজের অহঙ্কারের শিকার ! একটি ভুল সিদ্ধান্ত কোডাকের কোটি কোটি টাকার সাম্রাজ্য গ্রাস করে
বিশ্বকাপ না খেললে আইসিসি-তে ব্যান হতে পারে বাংলাদেশ। পড়তে হবে আর্থিক জরিমানার মুখে। ১ মিলিয়ন ইউএস ডলার ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
আইসিসির নির্দেশের পর থমথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতর। কর্তারা ভেবেছিলেন, বৈঠকে আশার কথা শোনাবেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই গ্রুপ বদলানো যাবে না। তারা ভারতে খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে হতাশ হলেও আলৌকিকের আশায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোণঠাসা বাংলাদেশ। আইসিসির সভায় বুধবার ভোটাভুটিতে হেরে গিয়েছে তারা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এক দিন সময় দেওয়া হয়েছে তাদের। অর্থাৎ, আজই সিদ্ধান্ত জানাতে হবে। কী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ?
