আবার শিরোনামে সাকিব আল হাসান। সাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল। তবে টেস্ট দলে রয়েছেন সাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন তার মানসিক অবস্থা ভাল নয়। তিনি জানান, তার নিজের প্রতি যে প্রত্যাশা এবং প্রতি মানুষের তার প্রতি যে প্রত্যাশা, সেটা যদি তিনি পূরণ করতে না পারছেন না।
advertisement
তাই তার মনে হয় এই সময়ে তার দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। তিনি মনে করেন এটা করলে তিনি তার টিমমেটদের সঙ্গে চিট করবেন। ৬ মার্চ রবিবার রাতে অ্যামিরাটসের ফ্লাইটে হঠাৎ দুবাই যাচ্ছেন সাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তার দুবাই যাওয়া। বিমানবন্দরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। সেখানে সাকিব বলেছেন, আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি।
সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে ভাল মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচনার ওপর নির্ভর করবে কি করলে ভাল হয়। তিনি আরও বলেছেন আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না।