TRENDING:

Shakib Al Hasan, mental condition : মানসিক এবং শারীরিক দিক থেকে ক্লান্ত ! অবসরের ভাবনায় সাকিব?

Last Updated:

Shakib Al Hasan will not play against South Africa due to mental and physical conditions. কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রতিভাবান ক্রিকেটার এসেছেন বেশ কয়েকজন। কিন্তু তার জায়গাটা বাকিদের থেকে অনেক আলাদা। দীর্ঘদিন ধরে লাল-সবুজ জার্সি গায়ে কয়েক কোটি জনগণের প্রত্যাশার চাপ সামলেছেন। মাঠে নেমে পারফর্ম করেছেন। একাধিকবার একার কৃতিত্বে ম্যাচ বের করে নিয়েছেন। এবারের আইপিএলে তিনি নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্য বেশ ধারাবাহিক পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান।
কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
advertisement

আরও পড়ুন - IPL 2022 Schedule: আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই,প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের মুখোমুখি কেকেআর

আবার শিরোনামে সাকিব আল হাসান। সাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল। তবে টেস্ট দলে রয়েছেন সাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন তার মানসিক অবস্থা ভাল নয়। তিনি জানান, তার নিজের প্রতি যে প্রত্যাশা এবং প্রতি মানুষের তার প্রতি যে প্রত্যাশা, সেটা যদি তিনি পূরণ করতে না পারছেন না।

advertisement

আরও পড়ুন - Mithali Raj, Women World Cup : পাকিস্তানকে হারালেও টপ অর্ডার নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক মিতালি রাজ

তাই তার মনে হয় এই সময়ে তার দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। তিনি মনে করেন এটা করলে তিনি তার টিমমেটদের সঙ্গে চিট করবেন। ৬ মার্চ রবিবার রাতে অ্যামিরাটসের ফ্লাইটে হঠাৎ দুবাই যাচ্ছেন সাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তার দুবাই যাওয়া। বিমানবন্দরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। সেখানে সাকিব বলেছেন, আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে ভাল মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচনার ওপর নির্ভর করবে কি করলে ভাল হয়। তিনি আরও বলেছেন আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Shakib Al Hasan, mental condition : মানসিক এবং শারীরিক দিক থেকে ক্লান্ত ! অবসরের ভাবনায় সাকিব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল