অস্ট্রেলিয়া: ২৭৫/৫ (৫০ ওভার)
৫ উইকেটে জয় অস্ট্রেলিয়ার
গোল্ড কোস্ট: দারুণ লড়াই করেও লাভ হল না ৷ অস্ট্রেলিয়ার (India W vs Australia W) বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় ম্যাচে হারের পর ওয়ান ডে সিরিজও খোয়াতে হল মিতালি ব্রিগেডকে (Mithali Raj) ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া ৷ এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে একেবারে ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া ৷
advertisement
আরও পড়ুন- কেক কাটার পর চলল তুমুল মাখামাখি ! মুম্বইকে হারানোর পর নাইটদের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল
একসময় রান তাড়া করতে নেমে মাত্র ৫২ রানেই ৪ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে সফল অস্ট্রেলিয়া ৷ সৌজন্যে অজি ওপেনার বেথ মুনি (Beth Mooney) ৷ ১৩৩ বলে ১২৫ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ মুনিকে যোগ্য সঙ্গত দেন নিকোলা ক্যারে ৷ ৩৮ বলে ৩৯ রান করেন তিনি ৷ রান পেয়েছেন তাহিলা ম্যাকগ্রাথও ৷ ৭৭ বলে ৭৪ রান করেন তিনি ৷ গোল্ড কোস্টের ক্যারারা ওভালে এদিন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন ভারত, অস্ট্রেলিয়া দুই দলেরই ৷ হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষপর্যন্ত ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন- রিয়াল মাদ্রিদের প্রাক্তন সহকারী ইস্টবেঙ্গলে
এর আগের ম্যাচেও দুর্দান্ত খেলেও জিততে পারেনি ভারতীয় দল ৷ সেই ম্যাচে রেকর্ড গড়েছিলেন ভারত অধিনায়ক মিতালি রাজ ৷ ক্রিকেট কেরিয়ারে ২০ হাজার রান পূর্ণ করেন তিনি ৷ ওই ম্যাচে ১০৭ বলে ৬১ রান করেছিলেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান মিতালির ঝুলিতেই। সব ধরণের ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করে আরও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি।
শুক্রবার টানটান উত্তেজনার ম্যাচে একটা সময় মনে হয়েছিল ম্যাচ নিজেদের দখলে করে নেবে ভারত। কিন্তু জিততে ব্যর্থ ঝুলন গোস্বামীরা। এদিন নিজের শেষ ওভারে ১৩ রান দেন ঝুলন।