East Bengal Assistant Coach : রিয়াল মাদ্রিদের প্রাক্তন সহকারী ইস্টবেঙ্গলে

Last Updated:

SC East Bengal signs former Real Madrid coach Ángel Garcia as assistant. শুক্রবার ইস্টবেঙ্গলে নিয়ে আসা হল রিয়েল মাদ্রিদের প্রাক্তন সহকারি কোচ অ্যাঞ্জেল গার্সিয়াকে। চিফ কোচ ম্যানুয়াল দিয়াজের সহকারী হিসেবে কাজ করবেন তিনি।

সহকারী কোচ হিসেবে রিয়েল মাদ্রিদের অ্যাঞ্জেল গার্সিয়া ইস্টবেঙ্গলে
সহকারী কোচ হিসেবে রিয়েল মাদ্রিদের অ্যাঞ্জেল গার্সিয়া ইস্টবেঙ্গলে
স্পেনের সোনালী প্রজন্মের দুই ফুটবলার ডেভিড ভিয়া এবং ডেভিড সিলভার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে তার। ২০০৮ সালে জর্জিয়া জাতীয় দলের হয়ে কাজ করেছেন। (UEFA pro license) প্রো লাইসেন্স ছাড়াও ক্রীড়া বিজ্ঞানে ডিগ্রী রয়েছে। দেশের বাইরে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং চিনের ক্লাবে কাজ করেছেন অ্যাঞ্জেল গার্সিয়া। ইস্টবেঙ্গলে আসতে পেরে এবং নতুন চ্যালেঞ্জ নিতে পেরে তিনি খুশি। জানিয়েছেন লাল হলুদের কোচ ম্যানুয়ালের থেকেই ভারতীয় ফুটবল সম্পর্কে জেনেছেন।
advertisement
আইএসএল এখন যথেষ্ট পরিচিত লিগ। তাছাড়া কিছু খেলা তিনি ইন্টারনেটে দেখেছেন। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য চিফ কোচ ম্যানুয়াল ডিয়াজের সঙ্গে হাতে হাত লাগিয়ে যা করার তা করবেন। একদিন আগেই ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। হাঙ্গেরিয়ান ক্লাব উজপেস্ট এফসিতে গত বছর খেলেছিলেন ক্রোট এই স্ট্রাইকার। প্রথম একাদশে ১৩ ম্যাচে খেলেছেন। তাঁকেই ম্যানুয়েল মানোলো দিয়াজ সই করিয়ে বিদেশির কোটা পূর্ণ করে ফেললেন।
advertisement
advertisement
২০১৭-য় ক্লাব স্তরে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পান। লুকা মদ্রিচ, রাকিটিচদের সঙ্গে ক্রোয়েশিয়ার জাতীয় দলের খেলেছেন দুটো ম্যাচও। ইস্টবেঙ্গলে সই করে ক্রোট তারকা জানিয়ে দিয়েছেন, “ভারত দারুণ দেশ। শুনেছি ওখানে ফুটবলের ক্রেজ কী মারাত্মক! ইস্টবেঙ্গলের ফ্যান বেস নিয়ে তো এখানেও আলোচনা হয়। ওদের কথা অনেক পড়েছি। এখন লাল হলুদ জার্সি গায়ে চাপাতে তর সইছে না।” তাই সব মিলিয়ে পাঁচ মাসের আইএসএল টুর্নামেন্টের কথা মাথায় রেখে চ্যাম্পিয়ান হওয়ার মতো দল গড়ছে লাল হলুদ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal Assistant Coach : রিয়াল মাদ্রিদের প্রাক্তন সহকারী ইস্টবেঙ্গলে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement