শেষ ম্যাচে লাল কার্ড দেখে শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে ছিলেন না রয় কৃষ্ণ। মিডফিল্ড তারকা হুগো বুমু ৪০ মিনিটের মাথায় উঠে যান পায়ে টান অনুভব করায়। তা সত্ত্বেও গুটিয়ে না গিয়ে যে রকম সাহসী পারফরম্যান্স তুলে ধরেছিল দলটা রবিবার রাতে, তাতে মুগ্ধ সর্মথকরা। সঞ্জয় সেন, শ্যাম থাপা, দীপেন্দু বিশ্বাসদের মত প্রাক্তন ফুটবলার এবং ম্যানেজাররা পর্যন্ত খুশি সবুজ মেরুন ব্রিগেডের পারফরম্যান্সে।
advertisement
সীমিত ক্ষমতা নিয়েও যেভাবে দ্বিতীয়ার্ধে জেতার তাগিদে ঝাঁপিয়ে পড়েছিল দলটা, তার কদর করছেন প্রাক্তনরা। সোশ্যাল মিডিয়ায় স্প্যানিশ কোচ এবং ফুটবলারদের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন সমর্থকরা। লিগ টেবিলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে আছে এটিকে মোহনবাগান। প্লে অফ প্রায় নিশ্চিত। দলের অন্যতম সেরা ডিফেন্ডার এবং লেফট ব্যাক শুভাশিস বসু জানিয়েছেন ম্যাচের আগে তারা প্রতিজ্ঞা করেছিলেন তিনটে পয়েন্ট নিয়ে ফিরবেন।
চ্যাম্পিয়নের দৌড়ে থাকতে গেলে পয়েন্ট নষ্ট করা যেত না। সন্দেশ, তিরি, শুভাশিস, প্রীতম সমৃদ্ধ ডিফেন্স দুরন্ত খেলেছে। সুনীল, প্রিন্স ইবার, উদান্ট, রওশন সিং - দের আক্রমণের সামনে পাহাড়ের মত দাঁড়িয়েছিল সবুজ মেরুন ডিফেন্স।
তবে এই জয় উচ্ছ্বসিত হতে নারাজ এটিকে মোহনবাগান শিবির। শুভাশিস জানিয়ে দিলেন শেষ দুটো ম্যাচও জিতেই শেষ করতে চান লিগ পর্ব। তারপর প্লে-অফে অন্য লড়াই। ততদিনে রয় কৃষ্ণ, উইলিয়ামস এবং বুমু সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। বিপক্ষ যে দলই হোক, নিজেদের স্বাভাবিক আক্রমনাত্মক ফুটবল খেলে যাওয়াই লক্ষ্য এটিকে মোহনবাগানের।