ক্লাবের সামনে বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক এসেছিলেন। তাঁদের মুখে শোনা গেল, এটিকের নাম সরাতে হবে। ঘরের মাঠে সবুজ-মেরুনের খেলা থাকলেও তা সমর্থকদের দেখার অনুমতি ছিল না। তবুও বেশ কিছু সমর্থক ক্লাবে আসেন। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড়িয়েই বৃষ্টিতে ভিজতে ভিজতেই তাঁরা স্লোগান তোলেন মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরানোর দাবি করতে থাকেন।
advertisement
ডুরান্ড কাপের আগে ফুটবলারদের দেখে নিতে চাইছিলেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো। কিন্তু ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সেটা সম্ভব হল না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় চিন্তা রইল কোচের। ক্লাব কর্তাদের চিন্তার কারণ হতে পারে সমর্থকদের বিক্ষোভ। কারণ গত দু'বছর গোয়ার মাটিতে খেলা হওয়ার কারণে সমর্থকদের মুখোমুখি হতে হয়নি ম্যানেজমেন্টকে। এ বছর হচ্ছে।
আশা করা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোহনবাগান তাঁবু উদ্বোধনের দিন এটিকে নাম উঠে যেতে পারে। সঞ্জীব গোয়েনকা নিজেই এমন সিদ্ধান্তের কথা জানাতে পারেন সম্ভাবনা শোনা যাচ্ছিল। কিন্তু সেটা না হওয়ার কারণে হতাশ সমর্থকরা। তবে এখন দেখার পোগবা, বুমু, জনি, মনবীর,
লিস্টনরা কতটা নিজেদের মেলে ধরতে পারেন আসন্ন ডুরান্ড কাপে।
এর আগে নৈহাটিতে মহমেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জিতেছিল এটিকে মোহনবাগান। আজকে ম্যাচ বাতিল হওয়ার কারণে কোচের ভাবনা আঘাত খাবে সেটাই স্বাভাবিক।