সূত্রের খবর, লাল-হলুদ রক্ষণের প্রধান ভরসাকে আগামী মরসুমে নেওয়ার জন্য ঝাঁপাল এটিকে-মোহনবাগান। ইতিমধ্যেই নাকি হীরাকে প্রস্তাব দেওয়া হয়েছে। বঙ্গ ডিফেন্ডারকে কি আগামী মরসুমে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে? অষ্টম আইএসএলে এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা ইস্টবেঙ্গলের।
advertisement
হীরা এখন ব্যস্ত আগামী সোমবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দ্বৈরথের প্রস্তুতিতে। জানা গিয়েছে, মনঃসংযোগ যাতে নষ্ট না হয়, তাই আইএসএল শেষ হওয়ার আগে এই ব্যাপারে ভাবতে রাজি নন তিনি। কোচ মারিয়ো রিভেরার মতো হীরারও লক্ষ্য বাকি ম্যাচগুলিতে অপরাজিত থেকে মরসুম শেষ করা।ইস্টবেঙ্গলে যখন হতাশা, তখন ঠিক উল্টো ছবি মোহনবাগান শিবিরে।
মঙ্গলবার হায়দরাবাদ এফসি-কে ২-১ হারিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে ফুরফুরে মেজাজে ফুটবলাররা। বুধবার অনুশীলনে যাওয়ার পথে গাড়িতে গণমাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গাইছিলেন প্রবীর দাস। তাল মেলালেন ফিজির তারকা রয় কৃষ্ণ! উচ্ছ্বসিত লিস্টনও। এক কোটি টাকার বেশি অর্থ ব্যয় করে হায়দরাবাদ থেকে তাঁকে ছিনিয়ে এনে মোহনবাগান যে ভুল করেনি, মঙ্গলবার রাতে প্রমাণ করেছেন লিস্টন।
তবে হীরা মণ্ডল সম্পর্কে এটিকে মোহনবাগানের ইচ্ছা থাকার কারণ প্রথমত ছেলেটা নিজের সর্বস্ব উজাড় করে দেয়। প্রচন্ড লড়াকু এবং নিজেকে প্রমাণের ইচ্ছে আছে। এমনিতেও শ্রী সিমেন্ট চলে গেলে পরের মরশুমে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কে হবে নিশ্চিত নয়। তাই অনিশ্চিত ভবিষ্যতের থেকে এটিকে মোহনবাগান মোটামুটি ভাল অঙ্কের প্রস্তাব রাখতে চলেছে এই
ফুটবলারটির জন্য। বর্তমান স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডোর সঙ্গে কথা বলেই।