TRENDING:

Asian Gymnastic Championship: মা ছিলেন ন্যাশানাল লেভেল জিমন্যাস্ট প্লেয়ার, মেয়ে বয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটন, এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা

Last Updated:

Asian Gymnastic Championship: এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন। বাবা দক্ষিণা গায়েন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা বন্দনা মন্ডল গায়েন একসময় জিমন্যাস্টিকে ন্যাশনাল প্লেয়ার ছিলেন। বিদিশার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিক এর প্রতি আগ্রহ ছিল অনেক বেশি।
advertisement

স্থানীয় একটি ক্লাবের জিমনেশিয়াম থেকেই বিদিশার জিমন্যাস্টিক-এ হাতে খড়ি। ২০১১ সালে মাত্র ৯ বছর বয়সে অন্ধপ্রদেশে অনূর্ধ্ব ১০ বছর ন্যাশনাল জিমনাস্টিক এ দ্বিতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০১৪ সালে কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৫ এ তেলেঙ্গানা তে অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমন্যাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৬ সালে হরিয়ানায় আয়োজিত অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা।

advertisement

আরও পড়ুন – Sonam On Raja Before Marriage: ‘বিয়ে দিচ্ছ তো, দেখো আমি ওর সঙ্গে কী করি’- রাজাকে বিয়ে করার বাড়িতে সোনমের তোপ, কচি প্রেমীর জন্য হয়েছিল বাঁধন ছাড়া

২০১৭-এ কলকাতায় অনূর্ধ্ব ১৭ বছর স্কুল ন্যাশনাল জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৭-এ দিল্লিতে আয়োজিত অনূর্ধ্ব ১৭ খেলো ইন্ডিয়া স্কুল গেমসে জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৮ সালে মহারাষ্ট্রে আয়োজিত অনূর্ধ্ব একুশ বছর খেলো ইন্ডিয়া ইউথ গেমসে জিমনাস্টিক এ প্রথম স্থান অধিকার করে বিদিশা। ২০১৯ সালে চন্ডিগড়ে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২১ শে অমৃতসরে আয়োজিত অল ইন্ডিয়া ইউনিভার্সিটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ও তৃতীয় স্থান অধিকার করে বিদিশা। ২০২২ সালে ইজিপ্ট এ কায়রো শহরে আয়োজিত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় বিদিশা।

advertisement

View More

এভাবেই ছোটবেলা থেকেই নিজের জেলা রাজ্য, ভিন রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে জিমনাস্টিকে একটার পর একটা সাফল্য পেয়েই এগিয়ে চলতে থাকে জয়নগরের বিদিশা গায়েন। বর্তমানে বিদিশা পূর্ব রেলে কর্মরত এবং BNR এর সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমে পায়েল ভট্টাচার্য ও পার্থ মন্ডলের কাছে প্রশিক্ষণরত।

আর এবার তার লক্ষ্য ইন্ডিয়ান ওম্যানস জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ট্রফি ছিনিয়ে আনা। সে কারণেই ফ্লাইটে বিদিশা রওনা দিয়েছে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে। জয়নগরের বিদিশা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে পাঁচজনের একটি দল পৌঁছাচ্ছে দক্ষিণ কোরিয়া য়। এদের মধ্যে আছে মেদনীপুরের প্রণতি নায়েক, হাওড়ার প্রতিষ্ঠা সামন্ত, কলকাতা তোরা সানি এবং একজন দিল্লির স্নেহা তোরিয়াল। পর্যায়ক্রমে এভাবে জিমন্যাস্টিক এ মেয়ের সাফল্যে খুশি বিদিশার পরিবারের সদস্য রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Gymnastic Championship: মা ছিলেন ন্যাশানাল লেভেল জিমন্যাস্ট প্লেয়ার, মেয়ে বয়ে নিয়ে যাচ্ছেন ব্যাটন, এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে জয়নগরের মেয়ে বিদিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল