Sonam On Raja Before Marriage: ‘বিয়ে দিচ্ছ তো, দেখো আমি ওর সঙ্গে কী করি’- রাজাকে বিয়ে করার বাড়িতে সোনমের তোপ, কচি প্রেমীর জন্য হয়েছিল বাঁধন ছাড়া

Last Updated:
Sonam On Raja Before Marriage: ক্ষেপে উঠেছিল সোনম, বিয়ের আগেই বাড়িতে জানিয়েছিল যা করব তোমাদেরও তার ফল ভুগতে হবে
1/6
নয়াদিল্লি: সোনম রঘুবংশীকেই তাঁর  স্বামী রাজা রঘুবংশীর হত্যার প্ল্যানিং করার মাস্টারমাইন্ড ধরা হয়েছে৷ মধুচন্দ্রিমার সময় হত্যার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত সে, তিনি তার পরিবারকে জানিয়েছিলেন,  তাকে জোর করে বিয়ে করলে তার
নয়াদিল্লি: সোনম রঘুবংশীকেই তাঁর  স্বামী রাজা রঘুবংশীর হত্যার প্ল্যানিং করার মাস্টারমাইন্ড ধরা হয়েছে৷ মধুচন্দ্রিমার সময় হত্যার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত সে, তিনি তার পরিবারকে জানিয়েছিলেন,  তাকে জোর করে বিয়ে করলে তার "পরিণাম" মারাত্মক হতে পারে৷
advertisement
2/6
সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত পুলিশের বয়ান অনুযায়ী, রাজার বড় ভাই বিপিন রঘুবংশী পুলিশকে জানিয়েছেন যে, বিয়ের আগে সোনম তার মাকে রাজ কুশওয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোপনে জানিয়েছিলেন। তবে, ২০ বছর বয়সী কুশওয়াহা, যে তাদের কর্মচারী তাদেরই ব্যবসার হিসাবরক্ষক হিসেবে কাজ করত তাকে পরিবারে মেনে নেওয়া হবে না৷
সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত পুলিশের বয়ান অনুযায়ী, রাজার বড় ভাই বিপিন রঘুবংশী পুলিশকে জানিয়েছেন যে, বিয়ের আগে সোনম তার মাকে রাজ কুশওয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোপনে জানিয়েছিলেন। তবে, ২০ বছর বয়সী কুশওয়াহা, যে তাদের কর্মচারী তাদেরই ব্যবসার হিসাবরক্ষক হিসেবে কাজ করত তাকে পরিবারে মেনে নেওয়া হবে না৷
advertisement
3/6
বিয়ের আগেই সোনম সতর্ক করেছিলেন“বিপিন বলেছেন যে সোনম ইতিমধ্যেই তার মাকে রাজের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি রাজাকে বিয়ে করতে চান না। তবে তার মা (রাজের সঙ্গে) সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছেন,” সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমন খবর দিয়েছে সূত্র৷
বিয়ের আগেই সোনম সতর্ক করেছিলেন
“বিপিন বলেছেন যে সোনম ইতিমধ্যেই তার মাকে রাজের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি রাজাকে বিয়ে করতে চান না। তবে তার মা (রাজের সঙ্গে) সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছেন,” সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমন খবর দিয়েছে সূত্র৷
advertisement
4/6
সর্বভারতীয় সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সোনম অনিচ্ছা সত্ত্বেও রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন কিন্তু তার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন এবার তিনি বুঝে নেবেন। “বিপিন অভিযোগ করেছেন যে সোনম আপস করে রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, কিন্তু পরিণতির বিষয়ে সতর্ক করেছিলেন।
সর্বভারতীয় সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সোনম অনিচ্ছা সত্ত্বেও রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন কিন্তু তার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন এবার তিনি বুঝে নেবেন। “বিপিন অভিযোগ করেছেন যে সোনম আপস করে রাজাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, কিন্তু পরিণতির বিষয়ে সতর্ক করেছিলেন।
advertisement
5/6
 "সোনম বলল, 'তোমরা দেখবে খালি আমি ওই ব্যক্তির সঙ্গে কী করি। তোমাদের সকলকে এর পরিণতি ভোগ করতে হবে।’’ সূত্র আরও বলেন,  ‘‘কেউ ভাবেনি সে রাজাকে হত্যা করবে৷"
"সোনম বলল, 'তোমরা দেখবে খালি আমি ওই ব্যক্তির সঙ্গে কী করি। তোমাদের সকলকে এর পরিণতি ভোগ করতে হবে।’’ সূত্র আরও বলেন,  ‘‘কেউ ভাবেনি সে রাজাকে হত্যা করবে৷"
advertisement
6/6
সোনম এবং ২৯ বছর বয়সী পরিবহন ব্যবসায়ী রাজা ১১ মে ইনদওরে বিয়ে করেন। এর কয়েকদিন পরেই, মেঘালয়ে তাদের হানিমুন চলাকালীন, রাজ এবং আরও তিনজনের সহায়তায় সোনম রাজাকে হত্যা করে বলে অভিযোগ।
সোনম এবং ২৯ বছর বয়সী পরিবহন ব্যবসায়ী রাজা ১১ মে ইনদওরে বিয়ে করেন। এর কয়েকদিন পরেই, মেঘালয়ে তাদের হানিমুন চলাকালীন, রাজ এবং আরও তিনজনের সহায়তায় সোনম রাজাকে হত্যা করে বলে অভিযোগ।
advertisement
advertisement
advertisement