TRENDING:

Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত

Last Updated:

Asian Games 2023: এদিন ভারত বিভিন্ন বিভাগ মিলিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৫ টি পদক পেয়েছে একদিনে৷  যা এখনও পর্যন্ত ভারতের এশিয়ান গেমসের মঞ্চে একদিনে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২-০ এগিয়ে থেকেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে৷ ফাইনালে চিনের বিরুদ্ধে ২-৩ হেরে গেল টিম ইন্ডিয়া৷ কিন্তু তাতেও ইতিহাস তৈরি হয়ে গেল৷ এই প্রথম এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে রুপো পেল ভারত৷
ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল রুপো পেল
ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল রুপো পেল
advertisement

ভারতীয় ব্যাডমিন্টন দলে লক্ষ্য সেন. স্বস্তিক-চিরাগ জুটি জেতে৷ তিন্তু শ্রীকান্ত, কপিলা-প্রতীকের জুটি, এবং মঞ্জুনাথ হেরে যায়৷

এদিকে এদিন ভারত বিভিন্ন বিভাগ মিলিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৫ টি পদক পেয়েছে একদিনে৷  যা এখনও পর্যন্ত ভারতের এশিয়ান গেমসের মঞ্চে একদিনে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড৷

তাজিন্দর পাল সিং এশিয়ান গেমসে দেশকে এনে দিলেন সোনা শটপাটে তাঁর সোনা জয়ের সঙ্গে ভারত এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের তালিকায় ১৩ তম সোনা জিতল৷ এদিন ফাইনাল থ্রোতে ২০.৩৬ মিটার গোলা ছোঁড়েন তিনি৷

advertisement

আজ ভারত সোনা পেয়েছে ৩ টি, রুপো পেয়েছে ৭ টি, ব্রোঞ্জ মেডেল পেয়েছে ৫ টি৷

তাজিন্দার সিং তুর চতুর্থ ভারতীয় শটপাটার হিসেবে সোনা পেলেন এশিয়ান গেমসের মঞ্চ থেকে৷ এর আগে শেষবার বাহাদুর সিং চৌহান ১৯৭৮-৮২ সালে শটপাটে সোনা পেয়েছিলেন৷

এদিকে ভারতীয় মহিলা অ্যাথলিট হরমিলান বংশ ১৫০০ মিটার ফাইনালে রুপোর পদক পেলেন৷ ওই একই বিভাগে ব্রোঞ্জও ভারতীয়দেরই৷

পুরুষদের লং জাম্পে ভারতের মুরলী শ্রীশঙ্করের রুপো,  ডিসকাস থ্রোতে সীমা পুনিয়া ব্রোঞ্জ পদক পান৷ মহিলাদের হেপ্টাথেলনে নন্দিনী আগরসারা ব্রোঞ্জ জিতলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একের পর এক পদক জয়ের ফলে ভারত রবিবার মোট পদকের সংখ্যায় হাফ সেঞ্চুরি পার করে ফেলল৷

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল