TRENDING:

Asian Games 2023: সোমবার সকালে সুখবর, সোনা এল শ্যুটিংয়ে

Last Updated:

Asian Games 2023: ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হ্যাংজু: চিনের হ্যাংজুতে শুরু হওয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক এল । দ্বিতীয় দিনে, ভারত পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল এল ৷  নিখুঁত লক্ষ্যে পৌঁছে যায় ভারত৷  ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার, রুদ্রঙ্কেশ বালাসাহেব পাটিলের ত্রয়ী মোট ১৮৯৩.৭ স্কোর নিয়ে সোনা জিতেছে। ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।
 ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।
ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও।
advertisement

এর আগে এই রেকর্ডটি ছিল ১৮৯৩.৩ পয়েন্টের, যা চিনের ছিল৷  এই ইভেন্টে রুপোর পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। চিনা শ্যুটাররা ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে৷

আরও পড়ুন –  West Bengal Weather Update: ২৪ ঘণ্টায় আবহাওয়ার খেলার মেগা ভোলবদলে নাজেহাল, ফের সাগরে ফুঁসবে নতুন ঘূর্ণাবর্ত

advertisement

ভারতের তিন শ্যুটারের মধ্যে রুদ্রাঙ্ক সর্বোচ্চ ৬৩২.৫ স্কোর করেন। তাদের ছাড়াও, ঐশ্বর্য্যা তোমার ৬৩১.৬ পয়েন্ট এবং দিব্যাংশ পাওয়ার ৬২৯.৬ পয়েন্ট অর্জন করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে রোয়িংয়ে আরও একটি পদক জিতেছে ভারত। পুরুষদের চার জনের দলে ছিলেন জসবিন্দর সিং, ভীম সিং, পুনীত কুমার এবং আশিস ব্রোঞ্জ পদক জিতেছেন। এর আগে, একক স্কালার বলরাজ পানওয়ার অল্প ব্যবধানে একটুর জন্য পদক মিস করেছিলেন। প্রথম দিনে ভারত জিতেছিল ৩টি  রুপো ও দুটি ব্রোঞ্জ পদক।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: সোমবার সকালে সুখবর, সোনা এল শ্যুটিংয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল