TRENDING:

Asia Cup Ind vd Pak : ভারতের কাছে হারতে হারতে অবস্থা খারাপ পাকিস্তানের! দলে এল 'ডাক্তার', এমন ঘটনা ক্রিকেটে বিরল!

Last Updated:

ভারতের কাছে একের পর এক হার আর সেই হারের মুখেই এবার মনোবিদের সাহায্য নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। রবিবার, এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে সলমন আঘারা। তার আগেই ৪০ বছরের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিল পাকিস্তান দলের ক্রিকেটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ভারতের কাছে একের পর এক হার আর সেই হারের মুখেই এবার মনোবিদের সাহায্য নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল।
মনোবিদের দ্বারস্থ হল পাক ক্রিকেটাররা
মনোবিদের দ্বারস্থ হল পাক ক্রিকেটাররা
advertisement

রবিবার, এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে সলমন আঘারা। তার আগেই ৪০ বছরের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিল পাকিস্তান দলের ক্রিকেটাররা।

জানা গিয়েছে ওই সেশনে মূলত মানসিক উদ্বেগ, মানসিক চাপ, বাইরের চাপ এবং খেলার মাঝে চাপ ধরে রাখার মন্ত্র শেখানো হয় বলে জানানো হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ক্রিকেটারদের প্রবল মানসিক চাপের মধ্যে খেলতে নামতে হয়। কিন্তু, এই সেশনে শেখানো হয় কীভাবে স্ট্রেস-ফ্রি ভাবে খেলতে হয়।

advertisement

লিগ স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একপেশে খেলায় জয়লাভ করে ভারত। কিন্তু, রবিবারের আগে ডাক্তার রাহিল করিমের দ্বারস্থ হয়েছে পাক ক্রিকেট দল।

ইংল্যান্ডের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৪ সালে সাইক্রিয়াট্রিতে পোস্টগ্রাজুয়েশন করেন ডাঃ করিম। এরপরে তিনি ব্রিটেনেই ট্রেনিং শুরু করেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে জেতার ক্ষেত্রে বিভিন্ন সময়েই হারের সম্মুখীন হয়েছে পাকিস্তান। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে হারের মুখ দেখে তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

এশিয়া কাপের শুরুতেও লিগ ম্যাচে একপেশে ভাবেই ম্যাচ হারে পাকিস্তান। এরপরেই মনোবিদের দ্বারস্থ হল পাক ক্রিকেট দল।

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup Ind vd Pak : ভারতের কাছে হারতে হারতে অবস্থা খারাপ পাকিস্তানের! দলে এল 'ডাক্তার', এমন ঘটনা ক্রিকেটে বিরল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল