সেদিন ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস এবং ম্যাচের পর পাকিস্তান ক্য়াপ্টেন ও প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি। ওই ঘটনায় অপমানিত পাকিস্তান ম্যাচ রেফারিকে নিয়ে অভিযোগ করেছিল। তবে সেসব ধোপে টেকেনি। আইসিসি পাকিস্তানের কথায় পাত্তা দেয়নি। এর পরের ম্যাচে এক ঘণ্টা দেরিতে মাঠে এসেছিল পাকিস্তান টিম। ম্যাচও দেরিতে শুরু হয়েছিল।
advertisement
আজ ম্যাচেও রেফারির দায়িত্বে থাকছেন সেই অ্যান্ডি পাইক্রফ্টই, যাঁকে নিয়ে প্রবল আপত্তি করেছিল পিসিবি। এশিয়া কাপে ভারত প্রথম দুটি ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করেছিল। গত ম্যাচ আবু ধাবিতে খেলেছে ভারতীয় দল। আজকের ম্যাচ দুবাইতে। সুপার ফোরে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপের মতো সুপার ফোরের এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টস তার আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধে ৭.৩০টায়। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচ সম্প্রচারিত হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
পাক ম্যাচের আগের দিন ঠিক ১২ মিনিটের সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় অধিনায়ক। অন্তত ছ’টি প্রশ্ন করা হয় তাঁকে পাকিস্তান ম্যাচ নিয়ে। সব প্রশ্নের উত্তর দিলেন। তবে একবারও পাকিস্তানের নাম মুখে আনলেন না। ভারতীয় অধিনায়ক বলে গেলেন, ১৪০ কোটি ভারতবাসীকে দারুণ রবিবার উপহার দিতে চান।
আরও পড়ুন- মেগা ম্যাচের আগে পাকিস্তান তারকার প্রশংসা ভারতীয় তারকার মুখে! জেনে নিন বিস্তারিত
ওদিকে, পাকিস্তানের নাটক চলছেই। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান ক্রিকেট দল সাংবাদিক বৈঠক বয়কট করল। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামার আগেও তারা এই একই কাজ করেছিল। ২০২৫ এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার তারা সাংবাদিক বৈঠক বয়কট করল।
