ইংল্যান্ড: ১০৩/৫ ( ৪৯ ওভার)
দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড পিছিয়ে ৩৫২ রানে ৷ হাতে রয়েছে ৫ উইকেট ৷
#বিশাখাপত্তনম: ব্যাটে বলে বাজিমাত। অশ্বিন জাদুতে বিশাখাপত্তনম টেস্টে চালকের আসনে কোহলি ব্রিগেড। হাফসেঞ্চুরির পর গুরুত্বপূর্ণ জোড়া উইকেট অশ্বিনের ঝুলিতে। অভিষেকেই ব্যাটে-বলে স্বস্তি দিলেন জয়ন্ত যাদব। ভারতের ৪৫৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৩।
advertisement
যত দিন যাচ্ছে, তিনি ভারতের সেরা অলরাউন্ডার হয়ে উঠছেন। বল হাতে একের পর ম্যাচ জেতাচ্ছেন। ব্যাট হাতেও নিয়মিত সেঞ্চুরি-হাফসেঞ্চুরি করছেন। তিনি এইমুহুর্তে কুম্বলের সংসারে সবচেয়ে বড় পরিত্রাতা। তিনি রবিচন্দ্রন অশ্বিন।
নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজেও কোহলির সেরা বাজি অশ্বিন। তাই দক্ষিণী স্পিনারের জাদুতে বিশাখাপত্তনম টেস্টে কুকদের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। বিরাটদের ৪৫৫ রানের জবাবে দিনের শেষে ইংল্যান্ড ৫ উইকেটে ১০৩। বল হাতে ২ উইকেটের আগে ভারতকে ৪০০-র গণ্ডি পার করিয়ে দেয় অশ্বিনের ব্যাট। হাফ-সেঞ্চুরি করে দলকে সেফ জোনে ঢুকিয়ে দেন তিনি। ৪৫৫ রানের পুঁজি হাতে নিয়ে বল করতেন নেমে এদিন ব্রিটিশ সাম্রাজ্যে প্রথম আঘাত আনেন মহম্মদ শামি। ইংল্যান্ড অধিনায়কের উইকেট ভেঙে যায় শামির দুরন্ত ডেলিভারিতে।
ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দেন ঋদ্ধিমান। জয়ন্ত যাদবের থ্রো-থেকে দক্ষতার সঙ্গে হামিদকে রান আউট করেন ঋদ্ধি। এরপর বাকিটা শুধুই অশ্বিন জাদু। দ্বিতীয় দিনেই টার্ন হওয়া পিচে বেন ডাক্টকে বোল্ড করেন অশ্বিন। হাফসেঞ্চুরি করা রুটকেও ফেরান অশ্বিন। আর অভিষেকে ব্যাটে নির্ভরযোগ্যতা দেওয়ার পর বলেও ভরসা জোগান জয়ন্ত। মইন আলিকে এলবিডব্লিউ করেন হরিয়ানার স্পিনার। ব্যাটে ৫০০-র গণ্ডি না পেরোতে পারলেও, কোহলি শিবিরকে স্বস্তি দেন অশ্বিন-জয়ন্ত-শামিরা। তৃতীয় দিনের আগে তাই টেস্ট জয়ের স্বাদ পেয়ে গেলেন কুম্বলে অ্যান্ড কোং।
