TRENDING:

Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের

Last Updated:

সিডনি টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের  (Australia vs England) মধ্যে সিডনিতে চলছিল অ্যাশেজ সিরিজের (Ashes Series)  চতুর্থ টেস্ট ম্যাচ৷ বেন স্টোকস  (Ben Stokes) এবং জনি বেয়রস্তোর (Jonny Bairstow) দৌলতে কোনওক্রমে এই ম্যাচ ড্র করল ইংল্যান্ড৷ এই দুই ইংলিশ ক্রিকেটারের চওড়া ব্যাটে কোনওক্রমে হার এড়িয়ে নিজেদের মুখ রক্ষা করল ইংল্যান্ড৷ এর আগেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া   (Australia vs England) অ্যাশেজ সিরিজে (Ashes Series)   ৩-০ হেরে সিরিজ হেরে গিয়েছিল ইংল্যান্ড৷ শেষ দুটি টেস্ট ছিল জো রুটদের সম্মানের লড়াই, তাতেও চতুর্থ টেস্টেও কার্যত হার বাঁচাতে সক্ষম হল তারা৷ বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে ৬০ ও বেয়রেস্তো ৪১ রান করেছিলেন৷ ইংল্যান্ডকে সিডনিতে চতুর্থ টেস্টের শেষ দিনে জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান করতে হত৷ কিন্তু তারা ৯ উইকেট হারিয়ে ২৭০ রানই করতে পেরেছিল৷ ইংল্যান্ডের পক্ষ থেকে ওপেনার জ্যাক ক্রাউল সবচেয়ে বেশি ৭৭ রানই করেছিলেন৷ সিডনি  টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷
 australia vs england 4th test match- AFP
australia vs england 4th test match- AFP
advertisement

বেন স্টোকস চোট সত্ত্বেও খেলেন

আরও পড়ুন - Job Vacancy: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে ভ্যাকেন্সি, আবেদনের শেষ দিন কবে

বামদিকে চোট থাকা সত্ত্বেও বেন স্টোকস দারুণ ইনিংস খেলেন৷ তাঁর ইনিংসে ১০ টি চার এবং ১ টি ছক্কা রয়েছে৷ প্রথম ইনিংসে  তিনি ৬৬ রান করেছিলেন৷ কিন্তু ইংল্যান্ডের ভাগ্য সহায়ক ছিল না৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আটকায়৷ এদিন ইংল্যান্ড কোনও উইকেট না খুইয়ে ৩০ রান এই অবস্থায় খেলতে নেমেছিল৷ কিন্তু সকালের ভাগেই ওপেনার হসিব হামিদ এবং ডেভিড মালানের উইকেট হারায়৷

advertisement

আরও পড়ুন - Viral Video: উর্ধ্বাঙ্গ ঢাকা নামামাত্র বক্ষাবরণীতে, পানের দোকানের সামনে নিয়া শর্মার Bold ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্যাট কামিন্সের বে হামিদকে ক্যারি জীবনদান করেন কিন্তু এরপরেও লাভ ওঠাতে পারেননি তিনি৷ এরপর তিনি আর এক রান করে বোল্যান্ডের বলে ক্যারিকেই ক্যাচ দেন৷ অফ স্পিনার ন্যাথান লিঁও নিজের তৃতীয় ওভারে মালানকে আউট করে দেন৷ ইংল্যান্ডের স্কোর ২  উইকেটে ৭৪ হয়৷ ওপেনার জ্যাক ক্রাউলি আক্রমণাত্মক পদ্ধতি নেন৷ তিনি ৮ টি চারের সাহায্যে ৬৯ বলে অর্ধ শতরান পূরণ করেন৷ ক্রাউলে ১০০ বলে ১৩ টি চারের সাহায্যে ৭৭ রান করার পর ক্যামেরন গ্রিনের বলে আউট হন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল