বেন স্টোকস চোট সত্ত্বেও খেলেন
আরও পড়ুন - Job Vacancy: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে ভ্যাকেন্সি, আবেদনের শেষ দিন কবে
বামদিকে চোট থাকা সত্ত্বেও বেন স্টোকস দারুণ ইনিংস খেলেন৷ তাঁর ইনিংসে ১০ টি চার এবং ১ টি ছক্কা রয়েছে৷ প্রথম ইনিংসে তিনি ৬৬ রান করেছিলেন৷ কিন্তু ইংল্যান্ডের ভাগ্য সহায়ক ছিল না৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আটকায়৷ এদিন ইংল্যান্ড কোনও উইকেট না খুইয়ে ৩০ রান এই অবস্থায় খেলতে নেমেছিল৷ কিন্তু সকালের ভাগেই ওপেনার হসিব হামিদ এবং ডেভিড মালানের উইকেট হারায়৷
advertisement
আরও পড়ুন - Viral Video: উর্ধ্বাঙ্গ ঢাকা নামামাত্র বক্ষাবরণীতে, পানের দোকানের সামনে নিয়া শর্মার Bold ভিডিও
প্যাট কামিন্সের বে হামিদকে ক্যারি জীবনদান করেন কিন্তু এরপরেও লাভ ওঠাতে পারেননি তিনি৷ এরপর তিনি আর এক রান করে বোল্যান্ডের বলে ক্যারিকেই ক্যাচ দেন৷ অফ স্পিনার ন্যাথান লিঁও নিজের তৃতীয় ওভারে মালানকে আউট করে দেন৷ ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৪ হয়৷ ওপেনার জ্যাক ক্রাউলি আক্রমণাত্মক পদ্ধতি নেন৷ তিনি ৮ টি চারের সাহায্যে ৬৯ বলে অর্ধ শতরান পূরণ করেন৷ ক্রাউলে ১০০ বলে ১৩ টি চারের সাহায্যে ৭৭ রান করার পর ক্যামেরন গ্রিনের বলে আউট হন৷