টি টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলিতে মুম্বইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছেন তিনি। তবে বলার মত কিছু করে দেখাতে পারেননি।
দুই ওভার বল করে একুশ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন। মাথায় রাখতে হবে বিসিসিআই ক্রিকেটার সংখ্যা কুড়ি থেকে বাড়িয়ে বাইশ করায় জায়গা পেয়েছিলেন তিনি। তার আগে চারটি প্র্যাকটিস ম্যাচে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছিলেন। চার উইকেট এবং ব্যাট হাতে তিন ম্যাচে মাত্র সাত রান করেন অর্জুন। এমন পরিসংখ্যান হলে সুযোগ পাওয়ার সম্ভাবনা যে থাকবে না সেটাই স্বাভাবিক। শিবম দুবে, সূর্য কুমার যাদব, সরফরাজ খানের মত ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।
advertisement
আইপিএলে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স নিতে পারে এমন সম্ভাবনাই বেশি।
কিন্তু সে নয় নিল। হয়তো অর্জুন নির্বাচকদের ভুল প্রমাণ করলেন। এমন উদাহরণ প্রচুর আছে। ধোনিকে বাদ পড়তে হয়েছিল রেলের দল থেকে, বিরাট কোহলির জায়গা হয়নি দিল্লির রঞ্জি দলে। তাই বিজয় হাজারে দলে জায়গা পাননি বলে অর্জুনের ক্রিকেটে কিছু হবে না এমন ভাবার কারণ নেই। কিন্তু অবশ্যই একটা ধাক্কা তাতে সন্দেহ নেই।
বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতে জোরে বল করেন অর্জুন। গতি প্রায় ১৩৫ কিলোমিটার। কিন্তু ব্যাটে রান নেই। সচিন নিজে জানিয়েছিলেন ছেলেকে ক্রিকেটার হতে হবে এমন চাপ দিতে রাজি নন তিনি। অর্জুন নিজের ইচ্ছাতেই ক্রিকেট বেছে নিয়েছেন। এখন দেখার বিজয় হাজারে থেকে বাদ পড়ার পর আইপিএলে তাঁকে কোন দল কেনে।
