ওই সিনেমার শুটিং-এর সময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় শুরু হয় নানা জল্পনা। তবে অনুষ্কা শর্মার সঙ্গে রণবীরের সম্পর্ক পরিণতি পায়নি। এমনকী, রণবীর সিং প্রেমিক হিসেবে ভরসাযোগ্য নন কেন, তা নিয়েও বক্তব্য ছিল অনুষ্কার। ২০১১ সাল নাগাদ একটি সাক্ষাৎকারে অনুষ্কা সোজাসাপ্টা বলেছিলেন— “রণবীর আমার প্রেমিক হতে পারবে না!”
আরও পড়ুন- MS Dhoni: ফিনিশ নয়, এখনও ফিনিশার ধোনি! মাহির কাঁধে ভর করেই জয়ে ফিরল সিএসকে
advertisement
অনুষ্কার সেই পুরনো সাক্ষাৎকার আবার হঠাৎ করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন “রণবীর খুব পরিশ্রমী, ভাল ছেলে। তবে ও নিজের জগত নিয়ে মগ্ন থাকতে ভালবাসে। ও সারাটা দিন স্রেফ নিজেকে নিয়েই থাকে। কিছু ক্ষেত্রে অবশ্য সেটাই হওয়া উচিত। ও ইন্ডাস্ট্রিতে নতুন। তবে আমি প্রেমিক হিসেবে এমন কাউকে চাই, যে আমার সঙ্গে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্পই বলে যাবে না, আমার দিনটা কেমন গেল সেটাও জানতে চাইবে। তবে রণবীর সেটা করে না একেবারেই। সে জন্য ওকে ডেট করা সম্ভব নয়।”
আরও পড়ুন- ব্যাটিং করছিলেন, হঠাৎ সব ছেড়ে ছুটলেন কোহলি, কী হল? IPL-এ বিরল ঘটনা
রণবীর ও অনুষ্কার প্রেম জমেনি ঠিকই, তবে বন্ধুত্ব রয়েছে এখনও। রণবীর একটা সময় মজা করে বলেছিলেন, অনুষ্কা রেগে গেলে ওর বয়ফ্রেন্ডকে খুনও করতে পারে। রণবীরের সেই কথা শুনে অনুষ্কা বলেছিলেন, হ্যাঁ এমনটা হতেও পারে। জিরো সিনেমার পর থেকে অনুষ্কা বলিউডে আর কোনও ছবিতে কাজ করেননি। আপাতত সংসার, ছেলে-মেয়েকে নিয়েই ব্যস্ত তিনি।