ব্যাটিং করছিলেন, হঠাৎ সব ছেড়ে ছুটলেন কোহলি, কী হল? IPL-এ বিরল ঘটনা

Last Updated:
আইপিএল ২০২৫-এ আরসিবি বনাম রাজস্থানের ম্যাচ চলছিল। বিরাট কোহলির ছক্কা গিয়ে লাগে ক্যামেরাম্যানের কাঁধে। ছুটে যান কোহলি।
1/7
১৩ এপ্রিল, ২০২৫ জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মধ্যে একটি উত্তেজনাপূর্ণ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে যথারীতি বিরাট কোহলির ব্যাটিং সকলের দৃষ্টি আকর্ষণ করে। তবে, একটি ঘটনা এই ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছিল। বিরাটের একটি ছক্কা ক্যামেরাম্যানের মাথায় লাগে, তার পর কোহলির মানবিক রূপ সামনে আসে।
১৩ এপ্রিল, ২০২৫ জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মধ্যে একটি উত্তেজনাপূর্ণ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে যথারীতি বিরাট কোহলির ব্যাটিং সকলের দৃষ্টি আকর্ষণ করে। তবে, একটি ঘটনা এই ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছিল। বিরাটের একটি ছক্কা ক্যামেরাম্যানের মাথায় লাগে, তার পর কোহলির মানবিক রূপ সামনে আসে।
advertisement
2/7
ম্যাচের ১৩তম ওভারে কোহলি খেলছিলেন। রাজস্থানের বোলার কুমার কার্তিকেয়ার করা শেষ বলে কোহলি জোরালো শট মারেন। বল সোজা উড়ে যায় বাউন্ডারির ওপারে। বাউন্ডারির ওপারে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যানের কাঁধে আঘাত করে বল। ক্যামেরাম্যান খুবই আহত হন। সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়।
ম বাউন্ডারির ওপারে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যানের কাঁধে আঘাত করে বল। ক্যামেরাম্যান খুবই আহত হন। সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়।
advertisement
3/7
ক্যামেরাম্যানের কাঁধে বল লাগার সঙ্গে সঙ্গে কোহলি ছুটে যান। খোঁজ নেন. তাঁর চোট কতটা গুরুতর! ক্যামেরাম্যান জানান, চোট গুরুতর নয়। তখন কোহলি আশ্বস্ত হন।
ক্যামেরাম্যানের কাঁধে বল লাগার সঙ্গে সঙ্গে কোহলি ছুটে যান। খোঁজ নেন. তাঁর চোট কতটা গুরুতর! ক্যামেরাম্যান জানান, চোট গুরুতর নয়। তখন কোহলি আশ্বস্ত হন।
advertisement
4/7
বিরাট কোহলি তখন ব্যাট করছিলেন। তবে, বল ক্যামেরাম্যানের গায়ে লাগার সাথে সাথেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ক্রিকেটাররা ছুটে যান। সেই ক্যামেরাম্যানের কী হয়েছে তা পরীক্ষা করে দেখা হয়। আরসিবি দলের সাপোর্ট স্টাফরাও এসে ক্যামেরাম্যানের খোঁজখবর নেন। বলটি কাঁধে লেগেছিল বলে কোনও গুরুতর সমস্যা হয়নি ক্যামেরাম্যানের।
বিরাট কোহলি তখন ব্যাট করছিলেন। তবে, বল ক্যামেরাম্যানের গায়ে লাগার সাথে সাথেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ক্রিকেটাররা ছুটে যান। সেই ক্যামেরাম্যানের কী হয়েছে তা পরীক্ষা করে দেখা হয়। আরসিবি দলের সাপোর্ট স্টাফরাও এসে ক্যামেরাম্যানের খোঁজখবর নেন। বলটি কাঁধে লেগেছিল বলে কোনও গুরুতর সমস্যা হয়নি ক্যামেরাম্যানের।
advertisement
5/7
কোহলির মানবিক রূপ দেখে অনেকেই প্রশংসা করছেন। ক্যামেরাম্যানের চোট যেভাবে তাঁকে ভাবিয়ে তুলেছিল, তা দেখে অনেকে কোহলির মানসিকতার প্রশংসা করছেন। তিনি যে শুধু বড় ক্রিকেটার নন, ভাল মানুষও, তা আরও একবার প্রমাণিত।
কোহলির মানবিক রূপ দেখে অনেকেই প্রশংসা করছেন। ক্যামেরাম্যানের চোট যেভাবে তাঁকে ভাবিয়ে তুলেছিল, তা দেখে অনেকে কোহলির মানসিকতার প্রশংসা করছেন। তিনি যে শুধু বড় ক্রিকেটার নন, ভাল মানুষও, তা আরও একবার প্রমাণিত।
advertisement
6/7
মাঠে কোহলির আগ্রাসন নিয়ে অনেক কথা হয়েছে অতীতে, এখনও হয়। তবে কোহলির এই মানবিক রূপ আইপিএলে দেখে অনেকেই অবাক।
মাঠে কোহলির আগ্রাসন নিয়ে অনেক কথা হয়েছে অতীতে, এখনও হয়। তবে কোহলির এই মানবিক রূপ আইপিএলে দেখে অনেকেই অবাক।
advertisement
7/7
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। তাঁর ব্যাটে রানের বন্যা।আরসিবি এবার যেভাবে শুরু করেছে, তাতে অনেকেই তাদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছে। তবে আরসিবি সত্যিই এবার ট্রফি জয়ের স্বাদ পাবে কি না তা বলবে সময়।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি। তাঁর ব্যাটে রানের বন্যা।আরসিবি এবার যেভাবে শুরু করেছে, তাতে অনেকেই তাদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছে। তবে আরসিবি সত্যিই এবার ট্রফি জয়ের স্বাদ পাবে কি না তা বলবে সময়।
advertisement
advertisement
advertisement