একটি স্টুডিওয় বেশ কয়েকজন সমর্থক বসে আছে। ক্রিকেট আলোচনা হচ্ছে। সেখানে হঠাৎ অনুষ্কাকে উপস্থাপক অনুরোধ করেন বিরাটের সেলিব্রেশন নকল করে দেখাতে। এক কথায় রাজি হয়ে যান অনুষ্কা। তারপর দুহাত শূন্যে তুলে মুখে বিরাট কোহলির ভঙ্গি এনে শূন্যে ঘুষি মেরে নকল করেন বিরাটের সেলিব্রেশন পদ্ধতি। সকলে হাততালি দিয়ে ওঠেন।
বিরাট নিজেও অনুষ্কার সেলিব্রেশনের অভিনয় প্রশংসা করেন। আসলে স্বামীর খেলা থাকলে বেশিরভাগ সময় মাঠেই থাকেন অনুষ্কা। এতদিনে বিরাট কোহলির প্রতিটা পদক্ষেপ তিনি চিনে গিয়েছেন। নিজেও মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক করছেন। ফলে এখন খেলাটা নিজের ভেতর থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছেন বিরাট পত্নী।
মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শেষ লগ্নে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে আপনারা আমার এই সেলেব্রেশন এর রেকর্ড দেখিয়ে আনন্দ পেতে পারেন। আসলে এগুলো মাঠে ওই মুহূর্তে ঘটে যায়। পরে আমার নিজের দেখলেই লজ্জা লাগে। বিরাট জানিয়েছেন অনুষ্কা ক্রিকেট নিয়ে সিনেমা করার পর থেকে আসলে বুঝতে পেরেছেন একজন ক্রিকেটারের জীবন সত্যি কতখানি চ্যালেঞ্জিং হয়। ক্রিকেটের সব নিয়ম নাকি শিখে গিয়েছেন বিরাটের স্ত্রী।