আরও পড়ুন: কড়া নিরাপত্তায় লম্বা লাইন দিয়ে বইমেলায় ভোট দিচ্ছেন পাঠকরা! ব্যাপারটা কী?
পড়াশোনা হোক কিংবা খেলাধুলো কিংবা চাকরি, জীবনে এগিয়ে চলেছে মেয়েরা। নারীশক্তির উন্নয়নে এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের এগিয়ে দিতে এগিয়ে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলাকালীন মাঝে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এতে যোগ দেবেন। নিজ নিজ প্রদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরবেন তাঁরা।
advertisement
গত ৮ জানুয়ারি মেদিনীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। ১৩ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে। কয়েকটি খেলা হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে, কয়েকটি শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ৪ টি জোনের ১৬ টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল হবে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু স্টেডিয়ামে। সবমিলিয়ে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলেন, ‘শুধুমাত্র খেলার মধ্যেই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখছি না। দেশের নানা প্রান্তের ১৬ টি টিম খেলছে। বিভিন্ন ভাষাভাষীর দল। তাদের বিভিন্ন বৈচিত্র্য। আমাদের কিছু পরিকল্পনা আছে। বাংলা এবং মেদিনীপুরের সংস্কৃতিকে আমরা তুলে ধরব। অন্য রাজ্যের যে সংস্কৃতি রয়েছে সেটাকেও মেদিনীপুরবাসীর কাছে তুলে ধরা হবে।
রঞ্জন চন্দ





