Malda News: কড়া নিরাপত্তায় লম্বা লাইন দিয়ে বইমেলায় ভোট দিচ্ছেন পাঠকরা! ব্যাপারটা কী?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
নতুন ভোটারদের মধ্যে ভোট দান ঘিরে আগ্রহ বরাবরই লক্ষ্য করা যায়। ইভিএমের বোতামটা টেপার জন্য তারা উন্মুখ হয়ে থাকে
মালদহ: বইমেলায় বই বেচাকেনার সঙ্গে চলছে ভোটদান! তরুন-তরুনীরা লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে এসে ইভিএমের বোতাম টিপে নিজেদের মতামত জানিয়ে যাচ্ছে। বইমেলায় বই কেনার থেকে যেন ভোট দেওয়ায় বেশি নজর। এমন অবাক দৃশ্য এর আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ। আচ্ছা কীসের ভোট হচ্ছে? এটা কি সেরা লেখক বেছে নেওয়ার প্রক্রিয়া?
দূর, ব্যালটে কি লেখকের গুণমান যাচাই হয়? বইমেলা শুধু তো বই কেনাবেচার জায়গা নয়। তা আসলে মানুষের চিন্তা-চেতনার উন্মেষ ঘটানোর তীর্থক্ষেত্র। সেখানেই এবার তরুণ প্রজন্ম, বিশেষত যারা নতুন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকারের উন্মেষ ঘটাতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রচেষ্টাতেই মালদহ জেলা বইমেলায় চলছে মক পোলিং-এর আসর।
advertisement
advertisement
নতুন ভোটারদের মধ্যে ভোট দান ঘিরে আগ্রহ বরাবরই লক্ষ্য করা যায়। ইভিএমের বোতামটা টেপার জন্য তারা উন্মুখ হয়ে থাকে। কিন্তু ভোট মানে তো শুধু ইভিএমের সুইচ টিপে দেওয়া নয়, তা ভোটারের একটি বড় সামাজিক কর্তব্যও বটে। অতীতে বহুবার দেখা গিয়েছে তরুণ ভোটাররা প্রথমবার ভোট দিতে গিয়ে অতিরিক্ত উত্তেজনায় বশে কিছু ভুল করে বসে। হয়তো যে প্রার্থীকে ভোট দিতে চেয়েছিলেন বদলে অন্যকে ভোট দিয়ে ফেলেন। আবার অনেকে কোথায় কী করতে হবে বুঝে উঠতে পারেন না। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। লক্ষ লক্ষ নতুন ভোটার ৫ বছরের জন্য দেশের সরকার বেছে নেওয়ার প্রক্রিয়ায় নিজেদের মত দান করবেন। তার আগে নতুন ভোটারদের ভোটদান প্রক্রিয়ার সম্পর্কে সম্পূর্ণ সচেতন করতে বইমেলায় এই নকল ভোটদানের ক্যাম্প করেছে নির্বাচন কমিশন। এখানে এসে সত্যিকারের ইভিএমের সুইচ টিপেই নিজেদের ভোট দিতে পারছেন সবাই। তবে এখানে কোনও সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস নেই।
advertisement
মালদহ বইমেলায় এসে এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবারের নতুন ভোটার ঋতিক মার্ডি। এই সুযোগ পেয়ে তিনি দৃশ্যতই খুশি। বলেন, কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগটি খুব ভাল লেগেছে আমার। একজন নতুন ভোটার হিসাবে আমি অনেক কিছুই শিখতে পারলাম। কীভাবে ভোট দিতে হয় তা হাতে-কলমে জানলাম।
শুধুমাত্র ভোট দেওয়া শেখানো নয়, বইমেলার এই স্টলে নতুন ভোটারদের শেখানো হচ্ছে, ভোট দান তাঁর অধিকার। ভোট দিতে গেলে কী কী সুবিধা হতে পারে, একজন ভোটার হিসাবে তাঁর ভোট কতটা গুরুত্বপূর্ণ এই সব কিছুই শেখানো হচ্ছে। এছাড়াও ভোটদান কেন্দ্রে গিয়ে কোনও রাজনৈতিক দল যেন ভোটারদের প্রভাবিত করতে না পারে সেই সম্পর্কেও সচেতন করে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার পর তা গোপন রাখা বাধ্যতামূলক, এই বিষয়টি ভোটারদের পৈ পৈ করে বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত কলেজ পড়ুয়ারা এই ভোটদান কেন্দ্রে এসে সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে শিখে নিচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জেলা নির্বাচন কমিশনের ওসি এসবি সান্তনু কুমার রায় বলেন, সামনে লোকসভা নির্বাচন। সাধারণ মানুষ যেন স্বচ্ছভাবে ভোট দান করতে পারেন তার জন্যই নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত কিছু যেন ভালোভাবে হয় সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই উদ্যোগ। মূলত নতুন ভোটারদের ভোটদান প্রক্রিয়া শেখানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 4:31 PM IST
