আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে উচ্চবাতিস্তম্ভ লাগানোর কাজ শুরু হল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে মন্ত্রী উদয়ন গুহর তত্ত্বাবধানে ফালাকাটার প্রয়াত বিধায়কের স্বপ্নের ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আলোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটা করে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দেড় মাসের মধ্যে এই কাজ শেষ হবে। স্টেডিয়ামের আলোর কাজের জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৫৬ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: বাসিন্দা থেকে কৃষক, ঘুম উড়ছে সবার! এক নদীর করাল গ্রাসে আতঙ্ক নেমে এসেছে উত্তরবঙ্গের এই জায়গায়
আগামী অগাস্ট মাসের পরে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে রাত্রিকালীন খেলা শুরু হবে। আটটি উঁচু স্তম্ভের বাতি মাঠের চারপাশে বসছে। এই বিষয়ে ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, নৈশ টুর্নামেন্টগুলির জন্য ফাঁকা মাঠগুলির ওপর ভরসা করতে হত। খেলার উপযোগী করে তোলার জন্য মাঠগুলির পেছনে সব ক্লাব অনেক খরচ করত। এবারে আর সেই সমস্যা থাকল না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, “সংস্কৃতির শহর ফালাকাটা। ক্রীড়া জগতেও এরপর এই এলাকার খেলোয়াড়দের নাম হবে। নতুন রূপে স্টেডিয়াম গড়ে উঠছে। সঠিক পরিকাঠামো পেতে চলেছে স্টেডিয়াম।”
Annanya Dey